ইউক্রেনে অবশিষ্ট বৃহত্তম একটি জ্বালানি ভাণ্ডার ধ্বংসের দাবি করেছে রাশিয়া। শুক্রবার (২৫ মার্চ) দেশটি বলেছে, কালিবির ক্ষেপণাস্ত্র দিয়ে তারা হামলা চালিয়েছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ২৪ মার্চ সন্ধ্যায় উচ্চ-নির্ভুল সমুদ্র-ভিত্তিক কালিবির ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে কিয়েভের কাছে কালিনিভকা গ্রামে একটি জ্বালানি ঘাঁটিতে হামলা চালানো হয়।
এটি ইউক্রেনের অবশিষ্ট বৃহত্তম জ্বালানি ভাণ্ডার স্থাপনার একটি। এখান থেকে ইউক্রেনীয় বাহিনীকে জ্বালানি সরবরাহ করা হতো। দেশটির মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমনটি বলা হয়েছে।
ইউক্রেনের সামরিক আগ্রাসনের ২৯ দিনের মাথায় রাশিয়া এই দাবি করলো। রাশিয়ার হামলায় এখন পর্যন্ত হাজারের বেশি ইউক্রেনীয়র মৃত্যু হয়েছে। এনডিটিভি, আল জাজিরা।