বগুড়া শহরের সাতমাথায় গুঁড়িয়ে দেওয়া জাসদ (ইনু) কার্যালয়ের জায়গায় ‘আবু সাঈদ জামে মসজিদ’ এবং পাশে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের জায়গায় ‘আওয়ামী আবু জেহেল টয়লেট’ নির্মাণের ঘোষণা দেওয়া হয়েছে।
শনিবার বিকালে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার এ ঘোষণার সময় সেখানে ব্যানার ঝুলিয়ে দেওয়া হয়।
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার পক্ষে ডা. আবদুল্লাহ সানি বলেন, জুলাই বিপ্লবে শহীদ আবু সাঈদের নামে এখানে ‘শহীদ আবু সাঈদ জামে মসজিদ’ স্থাপন করা হবে।
এর আগে ওই জায়গার মালিকানা দাবি করে এক ব্যক্তির লাগানো ব্যানার খুলে ফেলা হয়।
আরো পড়ুন : আওয়ামী লীগের ইতিহাস দেশের মানুষ এবং গণতন্ত্রকে হত্যা করার ইতিহাস