গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অস্ত্র ও চার রাউন্ড গুলিসহ মধুমতি এনজিও’র পরিচালক মাসুদ রানা (৩৫) কে আটক করছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটার দিকে চৌডালা ব্রীজের টোল ঘরের সামনের রাস্তা থেকে তাঁকে আটক করা হয়। আটক ব্যক্তি শিবগঞ্জ উপজেলার শিবনারায়ণপুর গ্রামের বাসিন্দা ফজলুর রহমানের ছেলে। সে মধুমতি নামের একটি এনজিও’র পরিচালক।
পুলিশ জানায়, বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটা দিকে গোপন সংবাদের ভিত্তিতে চৌডালা ব্রীজের টোল ঘরের সামনের রাস্তা থেকে মাসুদ রানাকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি অবৈধ আগ্নেয়াস্ত্র ও চার রাউন্ড গুলিসহ একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, আটক ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় গোমস্তাপুর থানায় মামলা হয়েছে।
আতিকুল ইসলাম আজম
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ)
আরো পড়ুন : নওগাঁয় অপহরণের পর আপত্তিকর ছবি তুলে টাকা আদায় করতেন তাঁরা