গোমস্তাপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ পুরস্কার বিতরন

জাতীয় প্রচ্ছদ বিনোদন শিক্ষা সফলতার গল্প

গোমস্তাপুর (চাপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণের পুরস্কার বিতরন অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল সোমবার সকালে উপজেলা সভাকক্ষে এই আয়োজন করা হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুন। প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রেজা। এতে স্বাগত বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌসি বেগম। অন্যদের মধ্যে বক্তব্য দেন রহনপুর রাবেয়া বালিকা বিদ্যালয় সহকারী শিক্ষক নাজমুল হক, আলিনগর বালিকা বিদ্যালয়ের ছাত্রী তাসমিনা খাতুন ইলা। এসময় রহনপুর পূণর্ভবা মহানন্দা (পিএম) আইডিয়াল কলেজের অধ্যক্ষ ইমতিয়ার মাসরুর, আলিনগর বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ আলাউদ্দিন,চৌডালা দাখিল মাদ্রাসার সুপার একরামুল হক উপস্থিত ছিলেন।

উল্লেখ্য জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ী ৬৫ জনকে এবং বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ ১৫ জনের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা ।

আতিকুল ইসলাম আজম

গোমস্তাপুর (চাপাইনবাবগঞ্জ)

আরো পড়ুন : শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কালীগঞ্জের কামাররা

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *