চাঁপাইনবাবগঞ্জের যত খবর

জাতীয় প্রচ্ছদ হ্যালোআড্ডা

ভোলাহাটে জাতীয় শোক দিবস পালিত
ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: ভোলাহাট উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এঁর ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস নানা কর্মসূচীর মধ্যদিয়ে পালিত হয়েছে। ১৫ আগষ্ট সোমবার সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী-বেসরকারীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। সকাল ৮টায় উপজেলা পরিষদ মাঠে জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পন করা হয়।বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রাব্বুল হোসেন। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ গরিবুল্লাহ দবির, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল খালেক, উপজেলা আওয়ামীগের সাধারণ সম্পাদক ও গোহালবাড়ি ইউনিয়ন চেয়ারম্যান মোঃ ইয়াশিন আলী শাহ। বক্তব্য দেনবীর মুক্তিযোদ্ধা মোঃ তৈয়মুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সহসভাপতি মোঃ আইয়ুব আলী মন্ডল, মাওলানা মোঃ মুনিরুল ইসলামসহ অন্যরা। এছাড়া ভোলাহাট আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গসংগঠনের, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন কর্মসূচি পালন করেন।

গোলাম কবির- ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)

গোমস্তাপুরে জাতীয় শোক দিবস পালিত
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদ দাব : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৭তম শাহদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন,উপজেলা আওয়ামীলীগ ও অংগ সংগঠন, ইসলামিক ফাউন্ডেশন, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান বিভিন্ন কর্মসুচির আয়োজন করে। উপজেলা প্রশাসনের গৃহীত কর্সমসূচীর মধ্যে সকালে জাতীয় পতাকা অর্ধনমিতকরন,বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, উপজেলা সভাকক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরনে আয়োজন করা হয়। আয়োজিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুন। বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রেজা, রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খান, গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শামছুল আজম, গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমাস আলি সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নূহ , নারী ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তফা কামাল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম প্রমুখ। আলোচনাসভা শেষে বঙ্গবন্ধুসহ তাঁর পরিবার বর্গের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়।

এদিকে উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ের অনুষ্ঠিত কর্মসূচীতে অংশ নেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম মোস্তফা বিশ্বাস ও সাধারণ সম্পাদক জামালউদ্দিন, রহনপুর পৌর আওয়ামীলীগ সভাপতি আব্দুল আজিজ ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বিশ্বাস, সাবেক উপজেলা চেয়ারম্যান খুরশিদ আলম বাচ্চুসহ আওয়ামীলীগের অংগ সংগঠনের নেতা কর্মীরা। অনদিকে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল ও ইসলামিক ফাউন্ডেশনও আলোচনা সভার আয়োজন করে।

আতিকুল ইসলাম আজম, গোমস্তাপুর

শিবগঞ্জে যথাযথ মর্যদায় জাতীয় শোক দিবস পালিত
শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি: শিবগঞ্জে যথাযথ মর্যদায় জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার সকাল ৮টায় মাধ্যামিক শিক্ষা অফিসের সামনে জাতির পিতার ম্যুরাল পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা: সামিল উদ্দিন আহম্মোদ শিমুল,উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত, উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম সহ সরকারী সকল দপ্তরের অফিসার ও কর্মচারীবৃন্দ এবং আওয়ামীলীগও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীগণ। পুস্পস্তবক অর্পণের পর উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াতের সভাপতিত্বে এক শোক সভা অনুষ্ঠি হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা:সামিল উদ্দিন আহম্মেদ শিমুল, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দনজরুল ইসলাম,পৌর মেয়ল সৈয়দ মনিরুল ইসলাম,উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলী বেগম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খান প্রমুখ। দুপুর ১২টার দিকে কানসাটে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে শোক সভা অনুষ্ঠিত হয়।শিবগঞ্জ উপজেলার সাবেক কমান্ডার বজলার রশিদ সুনুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা: সামিল উদ্দিন আহম্মোদ শিমুল, উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত, উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, পৌর মেয়র সৈয়দ মনিরুল ইসলাম প্রমুখ। এছাড়াও উপজেলার বিনোদপুর কলেজসহ প্রায় শতাধিক শিক্ষ্রাতিষ্ঠানে ও ১৫ টি ইউনিয়ন পরিষদে, ১ পৌরসভা সহ বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক, ক্লাব দিবসটি পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালন করে।
মোহা: সফিকুল ইসলাম
শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ

আরো  পড়ুন : কলঙ্কময় ১৫ই আগস্ট বাঙালির কান্নার দিন

 

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *