জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

জাতীয় ধর্ম প্রচ্ছদ হ্যালোআড্ডা

শেষ হলো দীর্ঘ এক মাসের পবিত্র সিয়াম সাধনার মাস রমজান। সোমবার দেশের আকাশে দেখা গেছে পবিত্র শাওয়াল মাসের চাঁদ। ফলে আগামীকাল মঙ্গলবার উদযাপিত হবে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর।

এদিন আবহাওয়া অনুকূলে থাকলে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গণস্থ জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে।

তবে আবহাওয়া প্রতিকূল বা অন্য কোনো অনিবার্য কারণে এ জামাত সম্ভব না হলে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯ টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। সম্প্রতি ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক আন্তমন্ত্রণালয় বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত উপলক্ষে জাতীয় ঈদগাহ মাঠের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হযেছে। জাতীয় ঈদগাহ ও এর আশপাশের এলাকায় ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরো পড়ুন : আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুষ্টিয়ায় আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষ, ঘটনাস্থলেই নিহত ৪

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *