ঠাকুরগাঁও প্রতিনিধি ।। ঠাকুরগাঁওয়ে আবাবিল হজ্ব গ্রুপের আয়োজনে হজ্বে যাওয়ার জন্য নিবন্ধিত ব্যাক্তিদের নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয়।
শনিবার (২২ অক্টোবর ) সকালে সদরের ফাড়াবাড়ী আব্দুর রশিদ ডিগ্রী কলেজের হলরুমে দেশের ঐতিহ্যবাহী হাজী সেবা প্রতিষ্ঠান আবাবিল হজ্ব গ্রুপের উদ্যোগে হজ্বে যাওয়ায় উদ্দ্যেশে নিবন্ধিত ব্যাক্তিদের নিয়ে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
মাওলানা তাহিরুল ইসলামের সঞ্চালনায় আলহাজ্ব জাফরুল্লাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবাবিল গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবু ইউসুফ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবাবিল গ্রুপের পরিচালক আব্দুল জব্বার, মাওলানা আব্দুল বাসেত, মাওলানা কাজী আব্দুল কুদ্দুস, মাওলানা হাবিবুল্লাহ বেলালী, বিশিষ্ট ব্যবসায়ী শহিদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী লিয়াকত আলী, মাওলানা দলিলুর রহমান প্রমূখ।
প্রধান আলোচক হিসেবে হজ্বের করণীয়ের উপর গুরুত্বপূর্ণ বয়ান করেন সালনন্দর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম ও ফাড়াবাড়ী কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা আজহারুল ইসলাম।
আরিফুজ্জামান আরিফ, ঠাকুরগাঁও
আরো পড়ুন : ঘোড়া ডিম পাড়লে সমাবেশে আসবে তারেক আর খালেদা