তুরস্ক ও সিরিয়ার ভূমিকম্পে প্রাণহানি ২৬০০ ছাড়াল

আন্তর্জাতিক জনদুর্ভোগ প্রচ্ছদ

তুরস্ক ও সিরিয়ায় আঘাত হানা ভূমিকম্পে এখন পর্যন্ত দুই হাজার ৬১৯ জন মানুষের প্রাণহানি হয়েছে বলে খবর পাওয়া গেছে। তাদের মধ্যে কেবল তুরস্কেই মারা গেছে ১৬৫১ জন। অন্যদিকে আরেক রিপোর্টে বলছে, সিরিয়ায় মারা গেছে ৯৬৮ জন। এ খবর লেখা পর্যন্ত আল-জাজিরার সর্বশেষ আপডেটে এ তথ্য জানানো হয়েছে।

আশঙ্কা করা হচ্ছে, নিহতের সংখ্যা আরও বাড়েতে পারে। তুরস্ক ও সিরিয়ায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, স্থানীয় সময় সোমবার ভোররাত ৪টা ১৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল সিরিয়া সীমান্তবর্তী তুরস্কের গাজিয়ানতেপ শহরের কাছে। ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৮।
তুরস্ক বিগত ৮৪ বছরের মধ্যে এত শক্তিশালী ভূমিকম্প দেখেনি। যা ১৯৩৯ সালে উত্তর-পূর্ব তুরস্কের ভূমিকম্পের মতো ছিল। তখন প্রায় ৩০ হাজার মানুষের মৃত্যু হয়েছিল। এছাড়া ১৯৯৯ সালে দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর ইজমিতে ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল।

সূত্র : আল-জাজিরা ও দ্য গার্ডিয়ান।

আরো পড়ুন : কয়েক কিলোমিটার পিছু নিয়ে ছিনতাইকারী ধরলেন রাবি শিক্ষিকা

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *