নারায়ণগঞ্জে ছাত্রলীগের কর্মিসভায় দর্শক সারিতে শামীম ওসমান

প্রচ্ছদ মুক্তমত রাজনীতি শিক্ষা হ্যালোআড্ডা

আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে ফের নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। গতকাল শনিবার নারায়ণগঞ্জের ওসমানী স্টেডিয়ামে আয়োজিত বিশেষ কর্মিসভায় তারা এ আহ্বান জানান। ব্যতিক্রমী এই কর্মিসভায় উপস্থিত থেকে মঞ্চে ওঠেননি নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। অতিথির আসনে বসে শুনেছেন ছাত্রনেতাদের কথা। নৌকার আদলে নির্মিত বিশাল আকৃতির মঞ্চে আসীন ছিলেন কেবল ছাত্রলীগের সভাপতি ও সম্পাদক। এদিন বক্তাও ছিলেন শুধুই তারা।

ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসাইন তার বক্তব্যে বলেন, স্মার্ট বাংলাদেশ শব্দটি এখন তরুণ প্রজন্মের হৃদয়ে প্রণোদনা সৃষ্টি করেছে; সে ছাত্রলীগ করুক বা না করুক। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের শুভযাত্রায় আমরা নারায়ণগঞ্জ থেকেই শুরু করে গোটা বাংলাদেশের ছাত্রলীগকে মেসেজ দিতে চাই, নেতৃত্ব নির্ধারণের মাপকাঠি হবে কাউন্সিল। ক্লিন ইমেজের ও কর্মীদের মতামত নিয়েই ছাত্রলীগ আগামী নেতৃত্ব নির্ধারণ করা হবে।

সাদ্দাম হোসাইন বলেন, ব্যাংক ব্যালেন্স বাড়ানো ছাত্রলীগের লক্ষ্য নয়। ছাত্রলীগ কর্মীরা আদর্শের বলিয়ান হবে, ভালো ছাত্র হবে। কোথায় টেন্ডার হচ্ছে খোঁজ নেওয়া এটা ছাত্রলীগের কাজ নয়। নিজেদের ক্যারিয়ার গড়তে আমরা ছাত্রলীগ করি না। ছাত্র সমাজের জন্য ছাত্রলীগ করি। ব্যাংক ব্যালেন্স বাড়াতে আমরা ছাত্রলীগ করি না, আমাদের ছেলেমেয়েরা যেন সুন্দর শিক্ষার পরিবেশ পায়, সে লক্ষ্যে আমরা ছাত্রলীগ করি। সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখতে হবে। গণতান্ত্রিকভাবে চলতে হবে। ছাত্রলীগ প্রবলেম তৈরি করবে না, প্রবলেম সলভ করবে। এটাই ছাত্রলীগ কর্মীদের লক্ষ্য।

যে কোনো সমালোচনা গ্রহণ করার ‘হিম্মত’ ছাত্রলীগের রয়েছে দাবি করে ছাত্রলীগ সভাপতি বলেন, গণমাধ্যমের বন্ধুরা যারা আমাদের সঠিক বার্তা দেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। সংবাদ উপস্থাপন করা গণমাধ্যমের দায়িত্ব। এডিটোরিয়াল পলিসি যদি হয় ছাত্রলীগের চরিত্র হনন করে কারও উদ্দেশ্য সাধন করা, তখন ছাত্রলীগ একশটি ভালো কাজ করলেও নিউজ হয় না। মিডিয়া ট্রায়ালের মাধ্যমে বিচারিক রায় দেওয়া কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়। আমরা স্মার্ট বাংলাদেশের সঙ্গে স্মার্ট ছাত্রলীগ তৈরি করতে চাই।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার জন্য আন্দোলন করেছিলেন উল্লেখ করে সাদ্দাম হোসাইন আরও বলেন, আজ তার কন্যা শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষা খাতেই বাজেট ৮১ হাজার কোটি টাকা। অথচ বিএনপি-জামায়াতের মোট বাজেটই ছিল ৬১ হাজার কোটি টাকা।

ছাত্রলীগ নেতাকর্মীদের স্মার্ট বাংলাদেশ গঠনের জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে ছাত্রলীগ সভাপতি বলেন, প্রতিটি মানুষের কাছে স্মার্ট বাংলাদেশের বার্তা পৌঁছে দিতে হবে। ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে টেকঅফ করার পরিস্থিতি আমাদের মাঝে তৈরি হয়েছে। সেই লক্ষ্যে আমাদের কাজ করতে হবে।

কর্মিসভায় শামীম ওসমান ছাড়াও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি চন্দন শীল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মোহাম্মদ বাদল, যুগ্ম সম্পাদক ও কেন্দ্রীয় স্বাচিপের সাংগঠনিক সম্পাদক ডা. আবু জাফর চৌধুরী বিরু, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, যুগ্ম সম্পাদক শাহ নিজাম, তোলারাম কলেজের সাবেক জিএস ও মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন সাজনুসহ সাবেক ছাত্রলীগ নেতারা।

সভার শুরুতে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বলেন, আওয়ামী লীগের প্রতিষ্ঠা, সংবিধান রচনা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে নারায়ণগঞ্জের মাটি ও মানুষের রয়েছে অভেদ্য সম্পর্ক। তাই নারায়ণগঞ্জ থেকেই আমরা তরুণ ও ছাত্রসমাজকে স্মার্ট বাংলাদেশ গড়ার মেসেজটি থ্রো করতে এখানে বিশেষ কর্মিসভা ডেকেছি। তিনি বলেন, ২০২৪ সালে নৌকাই হবে আমাদের স্মার্ট বাংলাদেশের প্রতীক। আজ তরুণ প্রজন্ম শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য ঐক্যবদ্ধ। আশা করি, নারায়ণগঞ্জের পাঁচটি আসনই আপনারা আগামী নির্বাচনে শেখ হাসিনাকে উপহার দেবেন। নারায়ণগঞ্জ যে আওয়ামী লীগের দুর্বার ঘাঁটি, সেটা আপনারা আবারও প্রমাণ করবেন। উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে ইনান বলেন, আসুন আমরাও আমাদের মেধা মননে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সেই চারটি স্তম্ভকে হৃদয়ে ধারণ করে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করি।

উপস্থিত সংসদ সদস্য শামীম ওসমানকে উদাহরণ টেনে ছাত্রলীগ সাধারণ সম্পাদক বলেন, আজকে আমাদের জন্য আনন্দের দিন। আজ আমাদের মাঝে এমন একজন উপস্থিত, যিনি আমাদের সব সময়ের প্রেরণা এবং শিক্ষা দেন কীভাবে দেশরত্ন শেখ হাসিনার কর্মী হতে হয়। মঞ্চে স্থান না নিয়ে কর্মী হিসেবে আমাদের সামনে উপস্থিত রয়েছেন।

নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগকে ডায়নামিক নেতৃত্ব উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি আরও বলেন, আমরা এমন নেতৃত্ব দিতে চাই, যারা মৌলবাদের বিষদাঁত ভেঙে দেওয়ার হুমকি দিতে পারবে। এর মাধ্যমে আমরা বার্তা দিতে চাই। বাংলাদেশ ছাত্রলীগের কমিটি ঘোষণার মাধ্যম হলো সম্মেলন নতুবা কর্মিসভা। আমরা তৃণমূলের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে চাই।

আরো পড়ুন : সার্কের নতুন মহাসচিব হতে যাচ্ছেন বাংলাদেশের কেউ

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *