বিরামপুরে ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

ইতিহাস-ঐতিহ্য ওকে নিউজ স্পেশাল প্রচ্ছদ বিনোদন বিনোদন অন্যান্য হ্যালোআড্ডা

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বিরামপুর উপজেলার প্রত্যন্ত এক গ্রামে ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। যুব সমাজকে মাদক থেকে বিরত রাখতে ও গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাধুলার রীতি ফিরিয়ে আনতে এমন আয়োজন বলে আয়োজকরা জানিয়েছেন।

শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে বিরামপুর উপজেলার পলিপ্রয়াগপুর গ্রামে পলিপ্রয়াগপুর মৎস্যচাষী সমবায় সমিতির আয়োজনে এই ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ৩টি ক্যাটাগরিতে ১৫টি ঘোড়া অংশ নেয়।

এদিকে ঘোড় দৌড় প্রতিযোগিতা দেখতে দুপুর থেকে আশপাশের এলাকাগুলো থেকে নারী-পুরুষ-শিশু আসতে থাকে। বিকেলে প্রতিযোগিতাস্থলে কয়েক হাজার মানুষের মিলন মেলা পরিণত হয়। বিকেলে ঘোড়া দৌড় প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি কৃষক নেতা ও দিনাজপুর আয়কর আইনজীবী সমিতির নির্বাহী সদস্য শাহনেওয়াজ ফিরোজ শুভ।

এ সময় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। খেলায় এ ক্যাটাগরিতে প্রথম হয়েছে ঘোড়াঘাটের আবির, বি ক্যাটাগরিতে ঘোড়াঘাটের আনোয়ার হোসেন ও সি ক্যাটাগরিতে চিরিরবন্দরের শাহরিয়ার বিজয়ী হয়।

প্রধান অতিথি বলেন, ঘোড়াদৌড়সহ গ্রাম বাংলার অনেক ঐতিহ্যবাহী খেলা আজ বিলুপ্তির পথে। পাশাপাশি আমাদের যুব সমাজ মাদকাসক্ত হয়ে বিপথগামী হয়ে পড়ছে। যুব সমাজকে কিছুটা বিনোদন দিতে ও ঐতিহ্যবাহী খেলা ফিরিয়ে আনতে প্রতিবারের মতো এই বারও এই ঘোড়া দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আগামীতে পৃষ্টপোষকতা পেলে আরও বড় ধরনের ঘোড়া দৌড় প্রতিযোগিতার আয়োজন করার কথা জানান ।

জাহিনুর ইসলাম

আরো পড়ুন : ফরিদপুরে ট্রেনের ধাক্কায় পুকুরে মাইক্রোবাস, নিহত ৫

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *