বুধবার রাতে রংপুরে বেরোবি ও কারমাইকেল কলেজে শেখ মুজিবের ম্যুরাল ও নামফলক ভাঙচুর

আইন-আদালত ইতিহাস-ঐতিহ্য জাতীয় তথ্য-প্রযুক্তি প্রচ্ছদ মুক্তমত রাজনীতি লাইফ স্টাইল শিক্ষা শিল্প-সাহিত্য হ্যালোআড্ডা

রংপুর ব্যুরো : রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও কারমাইকেল কলেজে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ও নামফলক ভাঙচুর করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

বুধবার রাত সাড়ে ১০টার দিকে মহানগর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা কারমাইকেল কলেজের মূল ফটকের সামনে জড়ো হন। এ সময় মূল ফটকের সামনে স্থাপিত শেখ মুজিবুর রহমানের ম্যুরাল হাতুড়ি দিয়ে ভাঙচুর করেন এবং স্লোগান দিতে থাকেন।

অপরদিকে রাত সাড়ে ১০ টার দিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শত শত শিক্ষার্থী একজোট হয়ে বিশ্ববিদ্যালয়ে স্থাপিত শেখ মুজিবুর রহমানের ম্যুরাল, বঙ্গবন্ধু হল ও শেখ ফজিলাতুন নেসা মুজিব হলের নাম ফলক ভাঙচুর করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মহানগরের সদস্য সচিব বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী রহমত আলী, সমন্বয়ক শামসুর রহমান সুমন, আশিকুর রহমানসহ অন্যরা।

মহানগর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি বলেন, কারমাইকেল কলেজে স্থাপিত ম্যুরালটি শিক্ষার্থীরা ভাঙচুর করেছেন। আগামীকাল বুলডোজার দিয়ে ম্যুরালটি গুড়িয়ে দেওয়া হবে। তিনি আরও বলেন, ফ্যাসিবাদী হাসিনা দেশব্যাপী যে ফ্যাসিবাদী চিহ্ন রেখে গেছেন, আমরা তা নিশ্চিহ্ন করতে আজ এখানে একত্র হয়েছি। বৈষম্যের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে, যতক্ষণ না ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়।

আরো পড়ুন : চট্টগ্রামেও বিভিন্ন স্থানে শেখ মুজিবের ম্যুরাল ভাঙচুর ও মশাল মিছিল

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *