ব্রাসেলসে ন্যাটো সম্মেলনে ভাষণ দেবেন জেলেনস্কি

আন্তর্জাতিক প্রচ্ছদ মুক্তমত হ্যালোআড্ডা

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ন্যাটো সম্মেলনে ভাষণ দেবেন ভলোদিমির জেলেনস্কি। সেখানে উপস্থিত থাকবেন বিশ্বনেতারা। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (২৪ মার্চ) ন্যাটো সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন জেলেনস্কি।

ন্যাটো কর্মকর্তার পরিচয় প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, প্রেসিডেন্ট জেলেনস্কিকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ন্যাটো সম্মেলনে ভাষণ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

ওই কর্মকর্তা আরও জানান, রাশিয়ার আগ্রাসনে ইউক্রেনীয়রা কি ভয়াবহ পরিস্থিতির মধ্যে পড়েছে, জেলেনস্কির মুখ থেকে সরাসরি সে ব্যাপারে শোনার সুযোগ পাবেন আমাদের মিত্র নেতারা।

ভলোদিমির জেলেনস্কির একজন মুখপাত্র ইন্টারফ্যাক্স ইউক্রেনকে জানান, ন্যাটো সম্মেলনে প্রেসিডেন্ট জেলেনস্কি কোনো এক সময় ভিডিও কনফারেন্সে যোগ দেবেন। এ ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি।

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *