ভোলাহাটে জেলা প্রশাসকের মতবিনিময়

জাতীয় প্রচ্ছদ

ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ ভোলাহাটে চাঁপাইনবাবগঞ্জজেলা প্রশাসক এ কে এম গালিভ খান বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় করেছেন। ১৭ মে মঙ্গলবার দুপুর ১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুমের সভাপতিত্বে তাঁর কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রাব্বুল হোসেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ গরিবুল্লাহ দবির, দপ্তর প্রধান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ, ভোলাহাট প্রেসক্লাব সভাপতি মোঃ গোলঅম কবির। জেলঅ প্রশাসক মতবিনিময় সভায় বিভিন্ন দপ্তরের সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন। এছাড়া উপজেলার বিভিন্ন উন্নয়নের বিষয়ে আলোচনা করা হয়। এ সময় সীমান্তহাট, বিলভাতিয়ায় কৃষি ইপিজেড, আম সংরক্ষণাগার ও আম গাছের রোগ-বালাই থেকে পরার্মশ দেয়ার জন্য বৈজ্ঞানিক কর্মকর্তার স্থায়ি অফিসের দাবী এবং কৃষি সেচে অতিরিক্ত অর্থ আদায় প্রতিরোধের বিষয়ে তুলে ধরা হয়। এছাড়াও জেলা প্রশাসক থানা কার্যালয়, রামেশ্বর পাইলট ইনসটিটিউট, তেলীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন। এদিকে উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে বিনামূল্যে ২০জন অসহায় জেলের মাঝে ছাগল ও উপজেলা কৃষি অধিদপ্তরের আয়ৈাজনে ১’শ জন কৃষকের মাঝে বিনামূল্যে পাট বীজ বিতরণ করেন জেলা প্রশাসক।

মোঃ গোলাম কবির-ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)

আরো পড়ুন: গোমস্তাপুরে অভ্যন্তরিণ ধান ও চাল সংগ্রহের উদ্বোধন

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *