ভোলাহাটে বিএনপির ১০দফা দাবি বাস্তবায়নে আলোচনা

প্রচ্ছদ মুক্তমত রাজনীতি

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ ভোলাহাট ইউনিয়ন বিএনপির আয়োজনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১০দফা দাবি বাস্তবায়নে ১১ ফেব্রুয়ারি শনিবার বিকেল ৫টার দিকে পুরাতন বাসস্ট্যান্ডে পদযাত্রা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি শাখার আহ্বায়ক মোঃ ইয়াজদানী জর্জ। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপি সদস্য সচিব মোঃ আব্দুল কাদের।
বক্তব্য রাখেন, ভোলাহাট উপজেলা বিএনপির সদস্য মোঃ এনামুল হক, ভোলাহাট ইউনিয়ন বিএনপির সদস্যসচিব মোঃ মামুন, মোঃ হাসান আলীসহ অন্যরা। এদিকে আম ফাউন্ডেশনে মোঃ বাবর আলী বিশ্বাসের নেতৃত্বে উপজেলা বিএনপির আয়োজনে পদযাত্রার আয়োজন করে। পুলিশি বাধার মুখে নিজস্ব অফিস কার্যালয়ের সামনে উপজেলা বিএনপির যুগ্ম মোঃ আব্দুল হান্নানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন, বিএনপি নেতা মোঃ ইদ্রিস আলী মাষ্টার, মোঃ মোস্তাকিম, মোঃ আবু মোতাল্লেব, মোঃ বাবুল আক্তারসহ অন্যরা। উল্লেখ উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলার চারটি ইউনিয়নে পৃথক পৃথক ভাবে এ কর্মসূচি পালন করা হয়।

গোলাম কবির-ভোলাহাট, চাঁপাইনবাবগঞ্জ

আরো পড়ুন : গোবিন্দগঞ্জে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *