ভোলাহাটে সরকারি রাস্তা দখল করে বাড়ি নিমার্ণের অভিযোগ

ক্রাইম নিউজ জনদুর্ভোগ প্রচ্ছদ লাইফ স্টাইল হ্যালোআড্ডা

ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার ভোলাহাট ইউনিয়নের নিজস্ব রাস্তা দখল করে বাড়ি নিমার্ণ করায় মানুষের চলাচল বন্ধ হয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ভোলাহাট সদর ইউনিয়নের ৬ নং ওয়র্ডের তেলীপাড়া গ্রামে। অভিযোগে জানা গেছে, রামেশ^র স্কুলের উত্তরে তেলীপাড়া গ্রামের তেলীপপাড়া মৌজার ৩/১ নং খতিয়নের ৯১১ ও ৯৬০ নং দাগের ইউনিয়ন পরিষদের নিজস্ব রাস্তা সর্বসাধারণের ব্যবহার্য্য রাস্তা। রাস্তাটি ইয়াকুবের বাড়ি হতে নুরুলের বাড়ি পর্যন্ত ১’শ ৬২ ফুট দৈর্ঘ্য এবং প্রবেশ মুখ ১৬ ফিট প্রস্থ্য বাাঁকী রাস্তা ১০ ফিট প্রস্থ্য অপরদিকে মামুনের বাড়ি হতে নজরুলের বাড়ি পর্যন্ত ২’শ ফিট দৈর্ঘ্য ও ৮ ফিট প্রস্থ্য। রাস্তাটির প্রবেশ মূখ মৃতঃ এমাজুদ্দিনের ছেলে মোঃ সাজেম আলী ও আব্দুল মতিনের ছেলে মোঃ সাইদুল ইসলাম দখল করে বাড়ি নিমার্ণ করায় সর্বসাধারণের চলাচল বন্ধ হয়ে পড়েছে। স্থানীয় ভাবে বার বার এদের বলে কোন কাজ না হলে ভোলাহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বরাবর প্রতিকার চেয়ে লিখিত অভিযোগ করেন এলাকাবাসির পক্ষে মামুন।
এব্যাপারে মোঃ সাজেম আলীর সাথে যোগাযোগ করা হলে তাঁর বাড়ি রাস্তার উপরে আছে। ভুলক্রমে আমার দাগের জমি রাস্তায় চলে গেছে। এটা সংশোধনের জন্য মামলা করবো বলে জানান।

এ ব্যাপারে ভোলাহাট সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ পিয়ার জাহান বলেন, রাস্তাটি আমাদের ইউনিয়ন পরিষদের। এলাকাবাসির পক্ষে অভিযোগের প্রেক্ষিতে সরজমিন গিয়ে রাস্তা দখলের সত্যতা পেয়েছি। তৎকালিন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বেশ কয়েক দফায় মাফযোগ করেছে এবং মোঃ সাজেম আলী তাঁর বাড়ি ভেঙ্গে রাস্তা উন্মুক্ত করার কথা বলেও ছাড়ছে না। এতে স্থানীয়দের চলাফেরার সমস্যা চচ্ছে বলে জানান।

গোলাম কবির- ভোলঅহাট(চাঁপাইনবাবগঞ্জ)

আরো পড়ুন : গাইবান্ধার সব খবর

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *