রেহাই পবেনা টিপু-প্রীতির হত্যাকাণ্ডে জড়িতরা

ক্রাইম নিউজ জাতীয় প্রচ্ছদ মুক্তমত

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফরান প্রীতির হত্যাকাণ্ডে জড়িত কেউই রেহাই পাবে না। এ ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

আজ শুক্রবার (২৫ মার্চ) সন্ধ্যায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ঘটনায় ইতোমধ্যে মামলা হয়েছে।

একই ঘটনায় গুলিতে কলেজছাত্রী প্রীতি হত্যার ঘটনায় পুলিশ বাদী হয়ে আরেকটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ ঘটনার নেপথ্যে থেকে যদি কেউ কলকাঠি নেড়ে থাকে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, জড়িতদের গ্রেপ্তার ও হত্যার রহস্য উন্মোচনে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও ডিবি পুলিশসহ কাজ করছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গতকাল বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে রাজধানীর শাহজাহানপুর এলাকায় যানজটে আটকে থাকা মাইক্রোবাসে অবস্থানরত মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপুকে গুলি করে পালিয়ে যায় বন্দুকধারী।

এ হত্যাকাণ্ডের ঘটনায় জাহিদুল ইসলাম টিপুর স্ত্রী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১১, ১২, ১৩নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফারহানা ইসলাম ডলি বাদী হয়ে শুক্রবার সকালে শাজাহানপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। এ মামলায় তিনি কারও নাম উল্লেখ করেননি।

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *