সরিষার ক্ষেতে মৌ বাক্স বসিয়ে দিনাজপুরে মধু আহরণ

অর্থনীতি ওকে নিউজ স্পেশাল প্রচ্ছদ ব্যাংক শিল্প প্রতিষ্ঠান

শাহ্ আলম শাহী,দিনাজপুর থেকে: ভোজ্য তেলের মোট চাহিদা মেটাতে উত্তরের শষ্য ভান্ডার দিনাজপুরে সরিষা চাষ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। প্রতিকুল আবহাওয়া সত্ত্বেও এ অঞ্চলে এবার বাম্পার ফলন হয়েছে সরিষার। মাটি’র সুরক্ষায় চাষ হচ্ছে এ সরিষা’র। সরিষা ক্ষেতে মৌ বাক্স বসিয়ে মধু আহরণে ব্যস্ত সময় পার করছেন,মৌখামারী উদ্যোক্তারা। মধু উৎপাদনে বাড়তি আয়ের পাশাপাশি ফলন বৃদ্ধি’র সহায়তা পাচ্ছেন, কৃষক। মধু উৎপাদনে কর্মসংস্থান হয়েছে,অনেকের।

দিনাজপুরের পথে-ঘাটে সরিষা ফুলের মৌ মৌ গন্ধ আর বিস্তৃর্ণ মাঠ জুড়ে হলুদ রঙে’র সমারোহ। বিস্তৃর্ন সরিষা ক্ষেতে শোভা পাচ্ছে,সারি সারি মৌবাক্স। মৌমাছির আনাগোনা,মধু আহরণ আর সরিষা ফুলের দৃষ্টি নন্দিত দৃশ্যে যেন জুড়িয়ে যায় প্রাণ।
গত বছর আশানুরূপ ফলন ও ভাল দাম পাওয়ায় এবার ভোজ্য তেলের মোট চাহিদা মেটাতে জেলায় ব্যাপক হারে বেড়ে গেছে সরিষার চায়। দিনাজপুর জেলায় এবার প্রায় ১৫ হাজার হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে।এ অঞ্চলে এবার এ অঞ্চলে সরিষার বাম্পার ফলন হয়েছে।


সরিষা ক্ষেত উদ্যোক্তাতারা মৌবাক্স বসিয়ে মধু আহরণ করছেন। বিজ্ঞান ভিত্তিক মধু সংগ্রহে অনেকটা বাড়তি আয়ের পাশাপাশি সরিষার ফলন বৃদ্ধি’র সহায়তা পাচ্ছে কৃষক। এমনটাই বলছেন, মোসাদ্দেক মৌ খামারের স্বত্তাধিকারি মোসাদ্দেক হোসেন।
মৌচাষী-উদ্যোক্ততা গবেষণা করা গবেষক দিনাজপুরের বীরগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ বিশিষ্ট সাহিত্যিক ড.মাসুদুল হক জানালেন,মাটি’র সুস্বাস্থ্য রক্ষায় সরিষা চাষ লাভ জনক। উচ্চ ফলনশীল জাতের সরিষা চাষ ও সরিষা ক্ষেতে মধু উৎপাদস যুগান্তকারি পদক্ষেপ। যা দেশের জন্যে কল্যাণ বয়ে আসবে।


দিনাজপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক রওনাকুল ইসলাম জানান,বেকার যুবক ও উদ্যোক্তাদের আমরা সরিষা ক্ষেতে মৌ পালনের পরামর্শ ও সহায়তা দিচ্ছি।বিস্তৃর্ণ সরিষা ক্ষেতে জেলার প্রায় ৪০টি মৌ খামারে চলছে,মধু উৎপাদনের কাজ। এরছর দেড়’শ মেট্রিক টন মধু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধরণ করা হয়েছে।
শাহ্ আলম শাহী, দিনাজপুর থেকে।

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *