২০২২-২৩ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর

অর্থনীতি জাতীয় প্রচ্ছদ হ্যালোআড্ডা

২০২২-২৩ অর্থবছরের জন্য ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট জাতীয় সংসদে পাস হয়েছে। বৃহস্পতিবার ( ৩০ জুন) স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় সংসদ অধিবেশনে এই বাজেট কণ্ঠভোটে পাস হয়।

এর আগে গত ৯ জুন জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট উপস্থাপন করেন। এর শিরোনাম দেওয়া হয় ‘কোভিডের অভিঘাত পেরিয়ে উন্নয়নের ধারাবাহিকতায় প্রত্যাবর্তন’।

গত বুধবার বিদেশে পাচার করা অর্থ-সম্পদ ফেরত আনার ক্ষেত্রে প্রস্তাবিত সুযোগ-সুবিধায় পরিবর্তন এনে অর্থবিল-২০২২ পাস করা হয়। পরিবর্তনের মধ্যে স্থাবর-অস্থাবর সম্পদ আনার ক্ষেত্রে বাজেটে প্রস্তাবিত সুযোগ বাতিল করা হয়েছে। তবে শুধু ৭ শতাংশ কর দিয়ে নগদ টাকা দেশে আনা যাবে।

এছাড়া করপোরেট কর হ্রাসের সুবিধায় যে শর্ত দেওয়া হয়েছিল সেগুলো শিথিল করা হয়েছে। ১ জুলাই থেকে নতুন অর্থবছর শুরু হচ্ছে। সেই সঙ্গে ১ জুলাই থেকেই নতুন বাজেট কার্যকর হচ্ছে।

আরো পড়ুন : ১০ জুলাই ঈদুল আজহা

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *