অডিও বার্তায় খাদিজা শাহ-আমি নিজেকে পুলিশের সোপর্দ করতে যাচ্ছি

আন্তর্জাতিক তথ্য-প্রযুক্তি নারী প্রচ্ছদ রাজনীতি

জিন্নাহ হাউসে হামলার অভিযোগে “প্রধান সন্দেহভাজন” খাদিজা শাহ পুলিশের কাছে আত্মসমর্পণের ঘোষণা দিয়েছেন।

রোববার সামাজিক মাধ্যমে একটি অডিও বার্তায় তিনি এ ঘোষণা দেন। খবর জিও টিভির।

খাদিজা সাবেক অর্থমন্ত্রী সালমান শাহের কন্যা। তিনি একজন ফ্যাশন ডিজাইনার। গত ৯ মে তিনি লাহোর কর্পস কমান্ডার হাউস- যা জিন্নাহ হাউস নামে পরিচিত সেখানে হামলায় নেতৃত্ব দেওয়ার জন্য অভিযুক্ত।

নিজেকে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর একজন “সমর্থক” বলে দাবি করে খাদিজা জানান, পার্টির চেয়ারম্যান ইমরান খানকে গ্রেফতারের পর পাবলিক ও সামরিক স্থাপনা ভাংচুরের সঙ্গে জড়িত অভিযুক্তদের গ্রেফতার অভিযান শুরু করার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।

তিনি বলেন, আমি নিজেকে পুলিশের সোপর্দ করতে যাচ্ছি। আমি এই সিদ্ধান্ত নিয়েছি কারণ, গত পাঁচ দিন আমার জন্য ‘খুব কঠিন’ সময় ছিল।

১৬ মিনিটের বেশি দীর্ঘ অডিও বার্তায় খাদিজা স্বীকার করেছেন যে, তিনি একজন পিটিআই সমর্থক এবং লাহোর কর্পস কমান্ডার হাউসের বাইরে বিক্ষোভে তিনি অংশ নিয়েছিলেন। কিন্তু সহিংসতায় সম্পৃক্ত থাকা এবং লোকদের প্ররোচিত করাসহ কোনো অন্যায় কাজে তিনি জড়িত ছিলেন না।

আরো পড়ুন : ‘শেখ হাসিনার বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দিবে যুবলীগ’

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *