অনাস্থা প্রস্তাব নাকচ ও প্রেসিডেন্টের পার্লামেন্ট ভেঙে দেওয়া অবৈধ

আইন-আদালত আন্তর্জাতিক প্রচ্ছদ

পাকিস্তানে সাংবিধানিক সংকট নিয়ে ঐতিহাসিক রায় দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে তোলা অনাস্থা প্রস্তাব নাকচ করা ও পরপরই প্রেসিডেন্টের পার্লামেন্ট ভেঙে দেওয়ার আদেশকে অবৈধ বলে রায় দিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত।

বৃহস্পতিবার দেশটির প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন। এখন কী হতে যাচ্ছে পাকিস্তানে, সেদিকেই সবার দৃষ্টি। খবর দ্য ডনের।

এর আগে পাকিস্তানের প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়াল বলেছেন, অনাস্থা প্রস্তাব খারিজ করে জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার কাসিম খান সুরির দেওয়া আদেশ ভুল ছিল-এটি পরিস্কার।

এর মাধ্যমে সংবিধানের অনুচ্ছেদ ৯৫ লঙ্ঘিত হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। অনাস্থা প্রস্তাব খারিজের বিষয় নিয়ে স্বতঃপ্রণোদিত (সুয়োমটো) রুলের শুনানিতে এ মন্তব্য করেন প্রধান বিচারপতি।

আরো পড়ুন : টোল আদায়ে পদ্মা সেতুর ব্যয় তুলে লাভের পরিকল্পনা করছে সরকার

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *