অপহরণের পর মুক্তিপণ দাবির ঘটনায় জনকে আটক করেছে র‌্যাব

অর্থনীতি আইন-আদালত ক্রাইম নিউজ জনদুর্ভোগ প্রচ্ছদ হ্যালোআড্ডা

সাভারের আশুলিয়ায় অপহরণের পর মুক্তিপণ দাবির ঘটনায় সাত জনকে আটক করেছে র‌্যাব। এ ঘটনায় অপহৃত যুবককে উদ্ধার করা হয়।

পরে আসামিদের আশুলিয়া থানায় হস্তান্তর করে র‍্যাব। রবিবার দুপুরে গ্রেফতার আসামিদের রিমান্ড চেয়ে আশুলিয়া থানা থেকে আদালতে পাঠানো হলে বিকেলে তাদের রিমান্ড নামঞ্জুর করেন আদালত।

এর আগে শনিবার দুপুরে আশুলিয়ার এনায়েতপুর প্রফেসরের টেক এলাকায় ঘুরতে গিয়ে অপহরণের শিকার হয় সাকিব। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা করেন।

গ্রেফতাররা হলেন-লোকমান হোসেন (২১), রোহান হোসেন (২০), শাকিল ইসলাম(২০), নাজমুল হোসেন(২০), আল আমিন (২০), রাহাত খান(২০), জিন্নাত (২০)।

মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) শরীফ আহমেদ বলেন, বাদীর দায়ের করা মামলায় আসামিদের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠালে আদালত রিমান্ডের আবেদন নামঞ্জুর করে তাদের জেলহাজতে পাঠান।

আরো পড়ুন : আজ থেকে ভারমুক্ত হলেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত নেতারা

 

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *