রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনের মনিটরে গতকাল শুক্রবার গভীর রাতে অশ্লীল ভিডিও ভেসে উঠেছে। এতে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় উপস্থিত যাত্রীদের। বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কমলাপুর রেল স্টেশনের ডিসপ্লেতে অশ্লীল ভিডিও দেখা যাওয়ার তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলার পুলিশ সুপার (রেলওয়ে) আনোয়ার হোসেন। তিনি বলেন, ‘সাইবার হ্যাকিংয়ের মাধ্যমে হ্যাকাররা এমনটি করতে পারবে—এই মর্মে গত অক্টোবর মাসে রেলওয়ে বরাবর আমরা একটা চিঠি দিয়ে জানিয়েছিলাম। তারপরও কারা, কীভাবে এ ঘটনা ঘটিয়েছে, তার তদন্ত করছি। ইতোমধ্যে এ ঘটনায় ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটির তদন্ত প্রতিবেদনের ওপর ভিত্তি করে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
কমলাপুর রেলওয়ে স্টেশনে অপেক্ষমাণ যাত্রীরা জানায়, রাত ২টার দিকে হঠাৎ করেই স্টেশনের মনিটরে অশ্লীল ভিডিও ভেসে ওঠে। অনেক যাত্রী তখন স্টেশন প্রাঙ্গণে অপেক্ষমাণ ছিলেন। এর মধ্যে পরিবার নিয়ে অপেক্ষমাণ যাত্রীরা বেশি বিব্রতকর অবস্থায় পড়েন।
উপস্থিত লোকজন মনিটরটি বন্ধ করার চেষ্টা করেও ব্যর্থ হন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একপর্যায়ে ক্ষুব্ধ যাত্রীরা ইট ছুড়ে মনিটরটি ভেঙে ফেলেন।
ঘটনার পর পরই রেল পুলিশের ঢাকা বিভাগ ঘটনাস্থলে পৌঁছায় এবং বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে, স্মার্টফোন বা অন্য কোনো ডিভাইস ব্যবহার করে মনিটর নিয়ন্ত্রণ নিয়ে ওই ভিডিওটি চালানো হয়েছিল।
আরো পড়ুন : এবার ফেনী বড় জামে মসজিদের স্ক্রিনে ভেসে উঠল ‘আওয়ামী লীগ আবার ফিরবে’