স্পোর্টস ডেস্ক : আইসিসির বর্ষসেরা পুরুষ ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা ফের জায়গা পেয়েছেন ট্রাভিস হেড। বছরজুড়ে ব্যাট হাতে দারুণ পারফরম্যান্সের সুবাদে টানা দ্বিতীয়বারের মতো এই লড়াইয়ে এলেন তিনি। যেখানে ‘স্যার গ্যারফিল্ড সোবার্স ট্রফি’ জয়ের লড়াইয়ে আরও আছেন ইংল্যান্ডের দুই ব্যাটসম্যান জো রুট, হ্যারি ব্রুক ও ভারতের পেসার জসপ্রিত বুমরাহ।
এছাড়া মেয়েদের বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার ‘র্যাচেল হেহো ফ্লিন্ট ট্রফি’র সংক্ষিপ্ত তালিকায় আছেন শ্রীলংকার চামারি আতাপাত্তু, দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট, অস্ট্রেলিয়ার অ্যানাবেল সাদারল্যান্ড ও নিউ জিল্যান্ডের অ্যামেলিয়া কার।
আজ রবিবার এই দুই সংক্ষিপ্ত তালিকা বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা প্রকাশ করেছে।
আরো পড়ুন : সময় পেছাল সচিবালয়ে আগুন তদন্তের প্রাথমিক প্রতিবেদন জমার