আজকের দিনে পরপারে পারি জমান হুমায়ুন ফরীদি

প্রচ্ছদ বিনোদন বিনোদন অন্যান্য সিনেমা

বিনোদন প্রতিবেদক : ১১ বছর আগে (১৩ ফেব্রুয়ারি, ২০১২) আজকের দিনে পরপারে পাড়ি জমালেন দাপুটে অভিনেতা হুমায়ুন ফরীদি। গত ১০ বছরে তাঁকে দর্শকরা তো স্মরণ করেছেই, পদে পদে অনুভব করেছেন প্রয়াত অভিনেতার সহশিল্পীরা।

অভিনয় করতে গিয়ে আটকে গেলে বা দ্বিধায় পড়লে এখনো বাংলাদেশের অভিনয়শিল্পীরা হুমায়ুন ফরীদির অভিনয় থেকে প্রেরণা নেন। এই অভিনেতার শুরুটা মঞ্চে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে পড়েছেন। সেখানেই নাট্যকার সেলিম আল দীনের সান্নিধ্য পেয়ে তাঁর অনুপ্রেরণায় যোগ দেন ঢাকা থিয়েটারে। ‘কিত্তনখোলা’, ‘মুনতাসির ফ্যান্টাসি’, ‘কেরামত মঙ্গল’-এ অভিনয় করে ঢাকার মঞ্চে রীতিমতো বিপ্লব ঘটান।

পরে চলচ্চিত্র ও টিভিতে সুযোগ পেয়ে অনন্য অভিনয়শৈলী দিয়ে মন কাড়েন কোটি দর্শকের। ‘সংশপ্তক’, ‘পাথর সময়’, ‘নিখোঁজ সংবাদ’, ‘ভাঙনের শব্দ শুনি’, ‘কোথাও কেউ নেই’ নাটকের কথা বলা যেতেই পারে।

‘হুলিয়া’, ‘দহন’-এর মতো ছবিতে অভিনয় করলেও ফরীদি আমজনতার প্রিয় পাত্র হন শতাধিক মূলধারার ছবিতে খল চরিত্রে অভিনয় করে।

আরো পড়ুন : ভারত ও মিয়ানমারের সঙ্গে বন্ধুত্ব রেখেও বিশাল সমুদ্রসীমা অর্জন করেছি

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *