আজ বরিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

জনপ্রতিনিধি জাতীয় নারী নির্বাচন প্রচ্ছদ ভ্রমণ মুক্তমত রাজনীতি হ্যালোআড্ডা

আজ শুক্রবার (২৯ ডিসেম্বর) বরিশাল সফরে যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তাঁর দলের নির্বাচনী প্রচারের অংশ হিসেবে পাঁচ বছর পর বরিশাল যাচ্ছেন তিনি।

বিকেল ৩টায় বিভাগীয় নগরীর ঐতিহাসিক বঙ্গবন্ধু উদ্যানে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন তিনি।

এর আগে সকাল ৯টায় বিমানে বরিশালের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী। তাঁর সফরকে কেন্দ্র করে বরিশাল জেলার পাশাপাশি গোটা বিভাগে উৎসবের আমেজ বিরাজ করছে।

জানা গেছে, শেখ হাসিনাকে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন বরিশাল জেলা আওয়ামী লীগের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ। স্থানীয় নেতারা জানান, দলের সভাপতি তাঁর বক্তব্যে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেবেন। জনসভাটি জনসমুদ্রে পরিণত হবে এবং এটি বরিশালের ইতিহাসে বৃহত্তম সমাবেশ হবে বলে আশা প্রকাশ করেন তারা।

অনুষ্ঠানস্থলে বিশাল আকারের মঞ্চ নির্মাণসহ সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এক সপ্তাহ আগে থেকেই বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও নিরাপত্তা বাহিনী নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে নজরদারি চালিয়ে যাচ্ছে।

বরিশালের জনসভা শেষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশে রওয়ানা হবেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা।। এরপর শনিবার সন্ধ্যায় তিনি ঢাকায় ফিরবেন।

আরো পড়ুন : কী হতে পারে হলফনামায় ২৩০০ কোটি টাকার তথ্য গোপনে ব্যবস্থা

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *