আজ বহুল প্রত্যাশিত চট্টগ্রাম-কক্সবাজার রেললাইন উদ্বোধন

অর্থনীতি ওকে নিউজ স্পেশাল প্রচ্ছদ ভ্রমণ লাইফ স্টাইল সফলতার গল্প হ্যালোআড্ডা

স্টাফ রিপোর্টার : বহুল প্রত্যাশিত কক্সবাজারে রেললাইনের উদ্বোধন হতে যাচ্ছে আজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত নবনির্মিত এ রেললাইনের উদ্বোধন করবেন। এ ছাড়াও সরকারপ্রধান ৫৩ হাজার কোটি টাকা ব্যয়ে আরও ১৬টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন। এরমধ্যে রয়েছে মাতারবাড়ি ১২শ’ মেগাওয়াট কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র, সাবমেরিন ক্যাবলের মাধ্যমে কুতুবদিয়ায় জাতীয় গ্রিডের বিদ্যুৎ সংযুক্তি প্রকল্প, বাঁকখালী নদীর কস্তুরাঘাটে ৫৯৫ মিটার পিসি বক্স গার্ডার ব্রিজ, কক্সবাজার সদরে খাল লাইনিং অ্যাপ্রোচ রোড ও ব্রিজ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ৪টি প্রকল্প, শিক্ষা মন্ত্রণালয়ের ৪টি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ১টি প্রকল্প। এ ছাড়াও রয়েছে জনস্বাস্থ্য, গণপূর্ত এবং বেসামরিক বিমান চলাচল ও কর্তৃপক্ষ বাস্তবায়নাধীন ৩টি প্রকল্প। প্রধানমন্ত্রী কক্সবাজার পৌঁছে সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের চান্দেরপাড়ায় ঝিনুক আকৃতির আইকনিক রেলস্টেশনে টিকিট কেটে রেলে চড়বেন। এরমধ্য দিয়ে উদ্বোধন হবে বহুল প্রত্যাশিত রেললাইনটির। এরপর বেলা আড়াইটায় দ্বীপ উপজেলা মহেশখালী আওয়ামী লীগের দলীয় জনসভায় ভাষণ দেবেন শেখ হাসিনা।

আরো পড়ুন : গাজায় ইসরায়েলের হামলার কারণে দেশে দেশে ইহুদিরা শঙ্কায়

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *