আজ ২ জুন; আজকের দিনে জন্ম-মৃত্যুসহ যত ঘটনা

আন্তর্জাতিক ইতিহাস-ঐতিহ্য জনপ্রতিনিধি তথ্য-প্রযুক্তি নারী পুরুষ প্রচ্ছদ বিনোদন বিনোদন অন্যান্য রাজনীতি শিক্ষা সফলতার গল্প

প্রতিটা দিনের পরিবর্তন ঘটে ২৪ঘন্টা/১৪৪০ মিনিট /৮৬ হাজার ৪০০ সেকেন্ড পেরিয়ে। যা ক্যামেরার হিসেবে ২০,৭৩,৬০০ অথবা ২১,৬০,০০০ ফ্রেমে বন্দী, যার প্রতিটা ফ্রেমকে আমরা মুহুর্ত হিসেবে আখ্যায়িত করতে পারি। সে হিসেবে একটি দিন পৃথিবী সৃষ্টির জন্য অনেক সময়, মানুষের জীবনে একটি ঘটনার জন্য জন্যতো অবশ্যই। যা হয়ে থাকতে পারে কালের স্বাক্ষি হিসেবে।

আমরা একটু কি ভেবে দেখেছি একটি ফ্রেম সমপরিমান এক মুহুর্ত সময় কতটা গুরুত্ববহন করে মানুষের জীবনে? আর সেই মুহুর্তের ঘটনাই রুপ নেয় ইতিহাসের পাতায়। আমরা বলি আজকের দিনে কি ঘটেছিল! এই আজকের দিনটা কেন গুরুত্ব তা খুঁজতে থাকি ইতিহাসের পাতায়। তাই ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। যার জন্য বলা হয় ইতিহাস আজীবন কথা বলে।

ইতিহাসের কারণেই আমরা অতীতের কথা, বিষয় বা ঘটনা জানতে পারি। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায় যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে ওকে নিউজ টুয়েন্টিফোর বিডি.কম (oknews24bd.com) এর পাঠকদের জন্য নিয়মিত আয়োজন আজকের দিনে জন্ম-মৃত্যুসহ যত ঘটনা

আজ ২০২২ বুধবার ১৯ জৈষ্ঠ ১৪২৯ বাংলা, ৩০ শাওয়াল ১৪৪৩ হিজরি। গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫২তম (অধিবর্ষে ১৫৩তম) দিন। বছর শেষ হতে আরো ২১৪ দিন বাকি রয়েছে । আজআন্তর্জাতিক যৌনকর্মী দিবস এবং তেলেঙ্গানা গঠন দিবস । এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়-

ঘটনাবলী

১৭৪৬ – রাশিয়া ও অস্ট্রিয়ার মধ্যে চুক্তি স্বাক্ষরিত।

১৮০৬ – ব্যাঙ্ক অব ক্যালকাটা বা ব্যাঙ্ক অব বেঙ্গল প্রতিষ্ঠিত হয়।

১৮৬৪ – গ্রিক সেনাবাহিনীর কর্ফু দখল।

১৮৮৯ – লুই পাস্তুর কর্তৃক প্রথম জলাতঙ্ক রোগের ইনজেকশন প্রদান প্রদর্শন।

১৮৯৫ – চীনের কাছ থেকে জাপান তাইওয়ানের শাসনভার বুঝে নেয়।

১৮৯৬ – বিশ্বের প্রথম বেতার যন্ত্রের (পেটেন্টের জন্য) নিবন্ধন করেন মার্কোনি।

১৯০৮ – কলকাতার মানিকতলা বোমা বিস্ফোরণ মামলায় শ্রীঅরবিন্দ গ্রেফতার হন।

১৯২০ – ইউজিন ও নিল পুলিৎজার পুরস্কারে ভূষিত হন।

১৯২৪ – আমেরিকায় জন্মগ্রহণকারী ভারতীয়দের আমেরিকার নাগরিকত্ব লাভ।

১৯৪১ – ইংল্যান্ডে কাপড়ের রেশন প্রথা চালু হয়।

১৯৪২ – বিখ্যাত জার্মান সেনা কমান্ডার আরভিন রুমেল উত্তর আফ্রিকায় বৃটিশ সেনাদের উপর বড় ধরনের পাল্টা সামরিক অভিযান শুরু করেন।

১৯৪৬ – ইতালি প্রজতন্ত্র গঠিত হয়।

১৯৫৩ – ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের অভিষেক।

১৯৫৬ – যুগোস্লাভ প্রেসিডেন্ট টিটো মস্কো সফর করেন।

১৯৫৭ – মার্কিন টেলিভিশন ক্রুশ্চেভের সাক্ষাৎকার প্রচারিত হয়।

১৯৬৫ – বাংলাদেশে ঘূর্ণিঝড়ে ৩০ হাজার লোকের প্রাণহানি হয়।

১৯৭৯ – পোপ দ্বিতীয় জন পল, মাতৃভূমি পোল্যান্ড সফর শুরু করেন; তিনিই কোন কম্যুনিষ্ট দেশ ভ্রমণকারী প্রথম পোপ।

১৯৮১ – ঢাকায় শেরেবাংলানগর রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর জানাজা ও দাফন।

১৯৯০ – পরমাণু ও রাসায়নিক অস্ত্র হ্রাসে মস্কো-ওয়াশিংটন চুক্তি।

১৯৯৯ – ভুটান ব্রডকাস্টিং সার্ভিস প্রথমবারের মতো দেশটিতে টেলিভিশন সম্প্রচার শুরু করে।

২০১৪ – ভারতে অন্ধ্রপ্রদেশের দশটি জেলা নিয়ে তেলেঙ্গানা রাজ্য গঠিত হয়।

জন্মদিন

৯২৬ – জাপান সম্রাট মুরাকামি।

১৫৩৫পোপ একাদশ লিও (মৃত্যু: ১৬০৫)।

১৭৩১মার্থা ওয়াশিংটন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম ফার্স্ট লেডি (মৃ. ১৮০২)

১৮৪০টমাস হার্ডি, ইংরেজ সাহিত্যিক। (মৃ. ১৯২৮)

১৮৬৫জর্জ লোহম্যান, ইংরেজ সাবেক ক্রিকেটার। (মৃ. ১৯০১)

১৯০৪জনি ওয়াইজমুলার, বিখ্যাত জার্মান-আমেরিকান সাঁতারু ও অভিনেতা। (মৃ. ১৯৮৪)

১৯১৮ – মার্কিন কার্টুনিস্ট রুথ আটকিন্স।

১৯২৩লয়েড শ্যাপলে, যুক্তরাষ্ট্রের একজন প্রখ্যাত গণিত ও অর্থনীতিবিদ। (মৃ. ২০১৬)

১৯৩০পিট কনরাড, মার্কিন নভোচারী। (মৃ. ১৯৯৯)

১৯৪৬লাসে হালস্ত্রোম, সুয়েডীয় চলচ্চিত্র পরিচালক।

১৯৬৫মার্ক ওয়াহ, অস্ট্রেলীয় সাবেক ক্রিকেটার।

১৯৭২ওয়েন্টওয়ার্থ মিলার, ইংরেজ-বংশোদ্ভূত মার্কিন অভিনেতা।

১৯৭৭এ জে স্টাইলস, আমেরিকান রেসলার।

১৯৭৮আই সোইয়োন, দক্ষিণ কোরীয় নভোচারী।

১৯৮০অ্যাবি ওয়ামব্যাচ, যুক্তরাষ্ট্রের পেশাদার প্রমীলা ফুটবল খেলোয়াড়।

১৯৮১রাশেদ উদ্দিন আহমেদ তপু, বাংলাদেশী সঙ্গীতশিল্পী।

১৯৮৭অ্যাঞ্জেলো ম্যাথিউস, শ্রীলংকান আন্তর্জাতিক ক্রিকেটার।

১৯৮৭সোনাক্ষী সিনহা, ভারতীয় বলিউড অভিনেত্রী।

১৯৮৯স্টিভ স্মিথ, অস্ট্রেলিয়ান ক্রিকেটার।

মৃত্যুদিন

১৮৮২ – ইতালির দেশব্রতী জাতীয়তাবাদী নেতা গ্যারিবল্ডি। (জ.১৮০৭)

১৮৮৬ – রুশ নাট্যকার আলেকজান্ডার অস্ত্রোভস্কি।

১৯৫৬জিন হারশল্ট, ডেনীয়-মার্কিন অভিনেতা। (জ. ১৮৮৬)

১৯৬৩ – তুরস্কের খ্যাতনামা কবি নাজেম হেকমাত।

১৯৭৫ – জাপানের নোবেল বিজয়ী প্রধানমন্ত্রী ইসাতু সাতো।

১৯৭৫দেবেন্দ্র মোহন বসু, ভারতীয় পদার্থবিজ্ঞানী। (জ.২৬/১১/১৮৮৫)

১৯৭৭স্টিভেন বয়েড, উত্তর আয়ারল্যান্ডীয় অভিনেতা। (জ. ১৯৩১)

১৯৭৮সান্তিয়াগো বার্নাব্যু ইয়েস্তে, স্প্যানিশ ফুটবলার এবং কোচ। (জ. ১৮৯৫)

১৯৮১আকবর হোসেন, বাঙালি কথাশিল্পী ও ঔপন্যাসিক। (জ. ১৯১৭)

১৯৮২শাহ আবদুল ওয়াহহাব, দারুল উলুম হাটহাজারীর ২য় মহাপরিচালক (জ. ১৮৯৪)

১৯৮২ফজল ইলাহী চৌধুরী, পাকিস্তানি রাজনীতিবিদ এবং পাকিস্তানের ৫ম রাষ্ট্রপতি। (জ. ১৯০৪)

১৯৮৮রাজ কাপুর, ভারতীয় চলচ্চিত্র নির্মাতা ও অভিনেতা। (জ. ১৯২৪)

১৯৮৯টেড অ’বেকেট, অস্ট্রেলীয় ক্রিকেটার। (জ. ১৯০৭)

১৯৯০রেক্স হ্যারিসন, ইংরেজ অভিনেতা। (জ. ১৯০৮)

১৯৯১বিভা চৌধুরী, ভারতীয় বাঙালি মহিলা পদার্থবিজ্ঞানী। (জ. ১৯১৩)

২০১১দেবদুলাল বন্দ্যোপাধ্যায় প্রখ্যাত সংবাদ পাঠক আবৃত্তিকার ও বাচিক শিল্পী ।(জ.২৫/০৬/১৯৩৪)

২০১৩হাকিম মুহাম্মদ আখতার, পাকিস্তানি দেওবন্দি সুফি (জ. ১৯২৮)

২০১৫বিজয়া রায়, সত্যজিৎ রায়ের স্ত্রী। (জ. ১৯১৭)

২০১৯মমতাজউদদীন আহমদ, বাংলাদেশি নাট্যকার, অভিনেতা ও ভাষা-সৈনিক। (জ. ১৯৩৫)

২ জুন বিভিন্ন কারনে একটা বিশেষ তারিখ। এই তারিখে যে সকল দুর্ঘটনায় মানবের ক্ষতি সাধিত হয়েছে তার জন্য দুঃখ প্রকাশের পাশাপাশি যে সকল ঘটনায় মানব উপকৃত হয়েছে তার জন্য oknews24bd.com (ওকে নিউজ টুয়েন্টিফোর বিডি.কম) এর পক্ষ থেকে সাধুবাদ রইল। আর এই ২ জুন তারিখে যে সকল বিখ্যাত মানুষ মারা গেছেন তাদের পরিবারের প্রতি সমবেদনার পাশাপাশি যে সকল বিখ্যাত মানুষের জন্ম হয়েছে তাদের জন্য রইল oknews24bd.com (ওকে নিউজ টুয়েন্টিফোর বিডি.কম) এর পক্ষ থেকে শুভেচ্ছা।
সুত্র; বিশ্বকোষ, বাংলাপিডিয়া, উইকিপিডিয়া
সম্পাদনা- শেখ মোঃ ওবাইদুল কবির

আরো পড়ুন : নওগাঁর মান্দায় চাকরির নামে টাকা হাতিয়ে নেওয়া চক্রের ২ সদস্য আটক

আরো পড়ুন : আজ ১ জুন; আজকের দিনে জন্ম-মৃত্যুসহ যত ঘটনা

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *