আজ ৪ মে; আজকের দিনে জন্ম-মৃত্যুসহ যত ঘটনা

ইতিহাস-ঐতিহ্য ওকে নিউজ স্পেশাল জনপ্রতিনিধি জাতীয় তথ্য-প্রযুক্তি নারী পুরুষ প্রচ্ছদ প্রবাস বিনোদন বিনোদন অন্যান্য রাজনীতি সফলতার গল্প

প্রতিটা দিনের পরিবর্তন ঘটে ২৪ঘন্টা/১৪৪০ মিনিট /৮৬ হাজার ৪০০ সেকেন্ড পেরিয়ে। যা ক্যামেরার হিসেবে ২০,৭৩,৬০০ অথবা ২১,৬০,০০০ ফ্রেমে বন্দী, যার প্রতিটা ফ্রেমকে আমরা মুহুর্ত হিসেবে আখ্যায়িত করতে পারি। সে হিসেবে একটি দিন পৃথিবী সৃষ্টির জন্য অনেক সময়, মানুষের জীবনে একটি ঘটনার জন্য জন্যতো অবশ্যই। যা হয়ে থাকতে পারে কালের স্বাক্ষি হিসেবে।

আমরা একটু কি ভেবে দেখেছি একটি ফ্রেম সমপরিমান এক মুহুর্ত সময় কতটা গুরুত্ববহন করে মানুষের জীবনে? আর সেই মুহুর্তের ঘটনাই রুপ নেয় ইতিহাসের পাতায়। আমরা বলি আজকের দিনে কি ঘটেছিল! এই আজকের দিনটা কেন গুরুত্ব তা খুঁজতে থাকি ইতিহাসের পাতায়। তাই ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। যার জন্য বলা হয় ইতিহাস আজীবন কথা বলে।

ইতিহাসের কারণেই আমরা অতীতের কথা, বিষয় বা ঘটনা জানতে পারি। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায় যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে ওকে নিউজ টুয়েন্টিফোর বিডি.কম (oknews24bd.com) এর পাঠকদের জন্য নিয়মিত আয়োজন আজকের দিনে জন্ম-মৃত্যুসহ যত ঘটনা

আজ ৪মে ২০২২ বুধবার, ২১ বৈশাখ ১৪২৯ বাংলা, ২ শাওয়াল ১৪৪৩ হিজরি। গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১২৪তম (অধিবর্ষে ১২৫তম) দিন। বছর শেষ হতে আরো ২৪১ দিন বাকি রয়েছে । আজ বিশ্ব প্রেস স্বাধীনতা দিবস । এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়-

আরো পড়ুন : একাত্তরের ২০ নভেম্বর শনিবার রবাসী সরকারের পবিত্র ঈদুল ফিতর

ঘটনাবলী

১৫০২ – ক্রিস্টোফার কলম্বাস তার চতুর্থ সমুদ্র ভ্রমণে গিয়ে কোস্টারিকা আবিষ্কার করেন।

১৬২৬ – ডাচ অভিযাত্রী পিটার মিনিট (Peter Minuit) ম্যানহাটন দ্বিপে প্রথম ইউরোপীয় হিসেবে পা রাখেন, যেখানে আজকের নিউ ইয়র্ক শহর অবস্থিত।

১৮০০ – কলকাতা ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠার জন্য বিধিবদ্ধ আইনে সম্মতি প্রদান করা হয় ।

১৮০৭ – ফ্রান্স ও ইরানের মধ্যে ফিংকেষ্টাইন চুক্তি স্বাক্ষরিত হয়।

১৮৮৬ – শিকাগোর হে মার্কেটে বিশাল শ্রমিক সমাবেশে মার্কিন পুলিশ নির্মম নির্যাতন চালায় এবং ৮ জন শ্রমিক নেতাকে প্রাণদণ্ড দেয়।

১৯০৪ – মার্কিন যুক্তরাষ্ট্র পানামা খাল নির্মাণ শুরু করে।

১৯১৯ – চীনে ‘৪ঠা মে’ আন্দোলন নামে সাম্রাজ্যবাদ ও সামন্তবাদ বিরোধী বিখ্যাত গণআন্দোলনের সূচনা হয়।

১৯৪৫ – জার্মানীর ন্যাশনাল সোশালিস্ট পার্টি বা নাৎসি পার্টি আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হয়।

১৯৫৮ – লেবাননের তৎকালীন প্রেসিডেন্ট ক্যামিলি শ্যামৌনের শাসনের বিরুদ্ধে দেশটিতে ব্যাপক গণবিক্ষোভ ও গৃহযুদ্ধ শুরু হয়।

১৯৭৯ – মার্গারেট থ্যাচার ব্রিটেনের প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

১৯৮২ – ফকল্যান্ড দ্বীপপুঞ্জে আর্জেন্টিনার সঙ্গে ব্রিটিশ সেনাবাহিনীর সংঘর্ষ শুরু হয়।

১৯৯৪ – গাজা ও জেরিকোতে স্বায়ত্তশাসন দিতে ইসরাইল এবং পিএলও’র মধ্যে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়।

জন্মদিন

১০০৮ – প্রথম হেনরি, ফ্রান্সের রাজা।

১৬৫৪ – কাংক্সি, চীনের সম্রাট।

১৬৭৭ – আইজাক ব্যারো, ইংরেজ গণিতবিদ ও ধর্মতত্ত্ববিদ।

১৭৩৩ – জাঁ শার্ল বোর্দা, ফরাসী জ্যোর্তিবিদ।

১৮২৫টমাস হেনরি হাক্সলি, প্রখ্যাত ইংরেজ জীববিজ্ঞানী, শিক্ষক এবং অজ্ঞেয়বাদ দর্শনের অন্যতম প্রবক্তা। (মৃ. ১৮৯৫)

১৮২৬ফ্রেডরিক এডউইন চার্চ, মার্কিন ল্যান্ডস্কেপ পেইন্টার। (মৃ. ১৯০০)

১৮৪৯জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর,বাঙালি নাট্যকার,সঙ্গীত স্রষ্টা, সম্পাদক ও চিত্রশিল্পী ।(মৃ.০৪/০৩/১৯২৫)

১৯১৮ – কাকুয়েই তানাকা, জাপানি সৈনিক, রাজনীতিক ও ৬৪ তম প্রধানমন্ত্রী।

১৯২৮হোসনি মুবারক, মিশরের সামরিক নেতা এবং প্রাক্তন রাষ্ট্রপতি। (মৃ. ২০২০)

১৯২৯অড্রে হেপবার্ন, ব্রিটিশ অভিনেত্রী এবং মানবহিতৈষী। (মৃ. ১৯৯৩)

১৯৫৭পিটার স্লিপ, অস্ট্রেলিয়ান ক্রিকেটার।

১৯৬০ – ভের্নার ওয়েরনের ফায়মান, অস্ট্রীয় রাজনীতিবিদ ও ২৮ তম চ্যান্সেলর।

১৯৬৪ – মনিকা বারডেম, স্প্যানিশ অভিনেত্রী।

১৯৭০পল ওয়াইজম্যান, নিউজিল্যান্ডের ক্রিকেটার এবং কোচ।

১৯৭২ট্রেন্ট মিল্টন, অস্ট্রেলীয় প্যারালিম্পিক স্নোবোর্ডার।

১৯৮৩ড্যানিয়েল ক্রিস্টিয়ান, অস্ট্রেলিয়ান ক্রিকেটার।

১৯৮৪মাঞ্জারুল ইসলাম রানা, বাংলাদেশী ক্রিকেটার। (মৃ. ২০০৭)

১৯৮৫রবি বোপারা, ইংলিশ ক্রিকেটার।

১৯৮৫ফার্নান্দো লুইজ রোজা, ব্রাজিলিয়ান ফুটবলার।

১৯৮৭সেস্‌ ফাব্রিগাস, স্প্যানিশ ফুটবলার।

১৯৮৭জর্জ লো‌রে‌ঞ্জো গে‌রে‌রো, স্প্যানিশ মোটরসাই‌কেল রেসার।

১৯৮৭রাজা নাইনগোলান, বেলজীয় পেশাদার ফুটবলার।

মৃত্যুদিন

১৬৭৭আইজাক ব্যারো, ইংরেজ গণিতবিদ যিনি স্পর্শক নির্ণয়ের একটি পদ্ধতি আবিষ্কার করেন। (জ. ১৬৩০)

১৭৯৯টিপু সুলতান, বৃটিশ ভারতের মহীশূর রাজ্যের শাসনকর্তা। (জ.২০/১১/১৭৫০)

১৮৮৯আশুতোষ মুখোপাধ্যায়, বাঙালি সাহিত্যিক।(জ.৭/০৯/১৯২০)

১৯৩৮কার্ল ফন অসিয়েত্‌স্কি, জার্মান নোবেল বিজয়ী সাংবাদিক ও লেখক ছিলেন। (জ. ১৮৮৯)

১৯৫৬পূর্ণচন্দ্র দাস, ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন ব্যক্তিত্ব ও অগ্নিযুগের বিপ্লবী।(জ.১৮৮৯)

১৯৫৭হেম চন্দ্র রায়চৌধুরী, ভারতীয় বাঙালি ইতিহাসবিদ। (জ.১৮৯২)

১৯৬১প্রবাসজীবন চৌধুরী পদার্থবিদ্যা ও দর্শনের প্রখ্যাত অধ্যাপক ও সৌন্দর্যতত্ত্ববিশারদ। (জ.১৩/০৩/১৯১৬)

১৯৬৬অতুলকৃষ্ণ ঘোষ, বিপ্লবী স্বাধীনতা সংগ্রামী।(জ.১৮৯০)

১৯৭২এডয়ার্ড কেলভিন কেন্ডাল, নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান রসায়নবিদ।

১৯৭৬ইন্দুমতী সিংহ, ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের নারী বিপ্লবী।(জ.১৮৯৮)

১৯৮০জোসিপ ব্রজ টিটো, যুগোস্লাভিয়ার ফিল্ড মার্শাল, রাজনীতিবিদ ও ১ম প্রেসিডেন্ট।

১৯৮৩আবুল ফজল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং রাষ্ট্রপতির শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ছিলেন।

১৯৯২ – অর্থনীতিবিদ আখলাকুর রহমান।

২০১২ – রাশিদি ইয়েকিনি, নাইজেরিয়ান ফুটবলার।

২০১৩ক্রিস্টিয়ান ডি দুভ, নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ বংশোদ্ভূত বেলজিয়ান বায়োকেমিস্ট।

৪মে বিভিন্ন কারনে একটা বিশেষ তারিখ। এই তারিখে যে সকল দুর্ঘটনায় মানবের ক্ষতি সাধিত হয়েছে তার জন্য দুঃখ প্রকাশের পাশাপাশি যে সকল ঘটনায় মানব উপকৃত হয়েছে তার জন্য oknews24bd.com (ওকে নিউজ টুয়েন্টিফোর বিডি.কম) এর পক্ষ থেকে সাধুবাদ রইল। আর এই ৪মে তারিখে যে সকল বিখ্যাত মানুষ মারা গেছেন তাদের পরিবারের প্রতি সমবেদনার পাশাপাশি যে সকল বিখ্যাত মানুষের জন্ম হয়েছে তাদের জন্য রইল oknews24bd.com (ওকে নিউজ টুয়েন্টিফোর বিডি.কম) এর পক্ষ থেকে শুভেচ্ছা।
সুত্র; বিশ্বকোষ, বাংলাপিডিয়া, উইকিপিডিয়া
সম্পাদনা- শেখ মোঃ ওবাইদুল কবির

আরো পড়ুন : খালেদা জিয়ার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন স্থায়ী কমিটির নেতারা

আরো পড়ুন :আজ ৩ মে; আজকের দিনে জন্ম-মৃত্যুসহ যত ঘটনা

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *