আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষ প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিল কুমিল্লায়

অনুসন্ধানী ক্রাইম নিউজ জাতীয় পুরুষ প্রচ্ছদ হ্যালোআড্ডা

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা নগরীতে আধিপত্য বিস্তার নিয়ে দুটি পক্ষ প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিয়েছে। এর মধ্যে একজনের হাতে পিস্তল ছিল। মহড়ার এক পর্যায়ে একটি পক্ষের লোকজনের ওপর হামলা হয়। পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।

আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষ প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিল কুমিল্লায়

গতকাল রবিবার দুপুর ২টার দিকে নগরীর ৬ নম্বর ওয়ার্ডের চকবাজার গর্জনখোলা বিদ্যুৎ কার্যালয়ের গলিতে এ ঘটনা ঘটে। ঘটনার ১ মিনিট ৯ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, অন্তত ৫০ জনের হাতে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র। একজনের হাতে ছিল পিস্তল। পুলিশ বলছে, এ ঘটনায় অভিযোগ পাওয়া যায়নি।

আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষ প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিল কুমিল্লায়

খোঁজ নিয়ে জানা গেছে, অস্ত্রের মহড়া চলাকালে আগ্নেয়াস্ত্র হাতে থাকা ব্যক্তির নাম আবদুর রাজ্জাক (৪০)। বাড়ি নগরীর চকবাজার গর্জনখোলা পশ্চিমপাড়া এলাকায়। তাঁর নেতৃত্ব প্রথমে হামলা চালানো হয়েছে গর্জনখোলা পূর্বপাড়া বিদ্যুত্ অফিস গলি এলাকার বাসিন্দা রবিন আহমেদ ও জালাল উদ্দিনের লোকজনের ওপর। রবিন ওই এলাকার মৃত মাহে আলমের ছেলে। আর জালাল একই এলাকার হোসেন মিয়ার ছেলে। এ ঘটনার পরে দুই পক্ষের লোকজনের মধ্যে ধাওয়াধাওয়ি শুরু হয়। প্রায় এক ঘণ্টা চলে এ ঘটনা।

রবিন আহমেদ রাত ১০টার দিকে বলেন, ‘আমরা কোনো হামলা করিনি। তাঁরাই আমাদের ওপর হামলা চালিয়েছেন। আগ্নেয়াস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালানো আবদুর রাজ্জাক পেশাদার মাদক কারবারি। তিনি চেয়েছেন আমরা তাঁর সঙ্গে থেকে মাদকের কারবারে যুক্ত হই। এ ছাড়া তিনি এলাকায় আধিপত্য বিস্তার করতে মরিয়া। তিনি চান এলাকার সবাই তাঁর কথায় চলবে। কিন্তু আমি আর জালাল তাঁর এসব কর্মকাণ্ডের বিরোধিতা করেছি। এ জন্য তিনি আমাদের ওপর ক্ষুব্ধ। কিছুদিন আগে তিনি আমার ওপর হামলা চালিয়েছেন। আমার পায়ে দা দিয়ে কুপিয়েছেন। ’

আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষ প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিল কুমিল্লায়

রবিন আহমেদ বলেন, ‘এলাকায় আধিপত্য বিস্তার করতে দুপুর ২টার দিকে তিনি (রাজ্জাক) অর্ধশতাধিক সন্ত্রাসী নিয়ে হামলা চালান। তাঁর হাতে ছিল বিদেশি পিস্তল। এ ছাড়া বাকি সবার হাতে ছিল দেশীয় রামদাসহ বিভিন্ন অস্ত্র। তাঁরা আমিসহ পাঁচজনকে পিটিয়ে আহত করেছেন। একজনকে কুপিয়েছেন। এলাকার বেশ কয়েকটি দোকান কুপিয়ে মালামাল লুটপাট করেছেন। কেউ তাঁর বিরুদ্ধে মুখ খোলার সাহস পায় না। তিনি প্রশাসনের লোকজনকে ম্যানেজ করে চলেন। এ জন্য তারাও তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না। ’

খোঁজ নিয়ে জানা গেছে, রবিন ও জালাল-দুজনই স্থানীয় ওয়ার্ড যুবলীগের কর্মী। আর আবদুর রাজ্জাক বিএনপির কর্মী।

আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষ প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিল কুমিল্লায়

অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে আবদুর রাজ্জাক বলেন, ‘আমি কোনো মাদক কারবারে জড়িত না। আমি ঠিকাদারি ব্যবসা করি। আর আমি কোনো অস্ত্রের মহড়া দিইনি। এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আর আমার লোকজন কারো ওপর হামলাও করেনি। ’ এক পর্যায়ে এই প্রতিবেদক আগ্নেয়াস্ত্র হাতে মহড়ার ভিডিওর কথা বলতেই তিনি এক মিনিট পরে কল করবেন বলে সংযোগ কেটে দেন। এরপর একাধিকবার ফোন দিলেও তিনি ধরেননি।

জানতে চাইলে কুমিল্লা কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর বলেন, ‘এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ’

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *