আন্তর্জাতিক স্বীকৃতি পেল প্রথম আলো

আন্তর্জাতিক তথ্য-প্রযুক্তি প্রচ্ছদ বিনোদন সফলতার গল্প

সাউথ এশিয়ান ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ডে চার ক্যাটাগরিতে পাঁচটি পুরস্কার পেল প্রথম আলো। ভারতের নয়াদিল্লিতে দুই দিনব্যাপী ‘ডিজিটাল মিডিয়া ইন্ডিয়া ২০২২’ সম্মেলনের প্রথম দিনে গতকাল বৃহস্পতিবার এ পুরস্কার তুলে দেওয়া হয়। দক্ষিণ এশিয়ার শীর্ষ ডিজিটাল মিডিয়া প্রতিষ্ঠানগুলো এ সম্মেলনে অংশ নিচ্ছে।

সংবাদমাধ্যমের আন্তর্জাতিক সংগঠন ওয়ান-ইফরা সাউথ এশিয়া আয়োজিত এ আয়োজনে প্রথম আলো একটি সোনা, দুটি রৌপ্য, দুটি ব্রোঞ্জ পদক অর্জন করে। গত ৩০ জানুয়ারি দক্ষিণ এশিয়ার ১৩০টি সংবাদমাধ্যমের মধ্য থেকে ১৩টি ক্যাটাগরিতে ১৭টি সংবাদমাধ্যমকে ৩৬টি পুরস্কারের জন্য বিজয়ী ঘোষণা করা হয়। এ বছর সপ্তমবারের মতো এই পুরস্কারের আয়োজন করে ওয়ান–ইফরা।

ডিজিটাল মিডিয়া ইন্ডিয়া সম্মেলনের প্রথম দিনে বৃহস্পতিবার একটি বিশেষ সেশনে প্রথম আলো ডিজিটালের অভিনব ব্যবসায়িক উদ্যোগগুলো তুলে ধরেন জাবেদ সুলতান। ‘দ্য সিক্রেট সস বিহাইন্ড ম্যাক্সিমাইজিং ডিজিটাল রেভিনিউ’ শীর্ষক এই সেমিনারে ডিজিটাল ব্যবসায় প্রথম আলোর বিস্তৃতি ও উদ্ভাবন বেশ প্রশংসিত হয়।

বিজয়ী সংবাদমাধ্যমগুলোর প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেন ওয়ান-ইফরার বৈশ্বিক প্রেসিডেন্ট ফারনান্দো দো ইয়ারজা লোপেজ-মাদ্রাদো, প্রধান পরিচালন কর্মকর্তা থমাস জ্যাকব, সাবেক প্রেসিডেন্ট জ্যাকব ম্যাথিউ ও ওয়ান-ইফরা দক্ষিণ এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক মাগদুম মোহাম্মদ। প্রথম আলোর পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন প্রথম আলোর মূল প্রতিষ্ঠান ট্রান্সকম লিমিটেডের হেড অব স্ট্র্যাটেজি ও ট্রান্সফরমেশন যারেফ আয়াত হোসেন, প্রথম আলো ডিজিটালের প্রধান ব্যবসায়িক কর্মকর্তা জাবেদ সুলতান ও ডিজিটাল মার্কেটিং লিড মেহবুব জাভেদ।

এ বছর সবচেয়ে বেশি ছয়টি পুরস্কার পেয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য কুইন্ট। পাঁচটি পুরস্কার নিয়ে এরপরই রয়েছে প্রথম আলো। ভারতের দ্য হিন্দু চারটি, ইন্ডিয়ান এক্সপ্রেস ও দৈনিক জাগরণ তিনটি করে পুরস্কার পেয়েছে। এ ছাড়া আনন্দবাজার পত্রিকা ও বিবিসি নিউজ দুটি করে এবং এনডিটিভি, হিন্দুস্তান টাইমস, আফগান ওম্যান নিউজ এজেন্সি, ডয়চে ভেলে ও ইন্ডিয়া টুডে একটি করে পুরস্কার পেয়েছে।

প্রথম আলোসহ দক্ষিণ এশিয়া অঞ্চলে ১৩টি ক্যাটাগরিতে সোনা বিজয়ীরা আগামী জুনে তাইওয়ানে অনুষ্ঠেয় ওয়ার্ল্ড ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতার জন্য বিবেচিত হবে।

বেস্ট ডিজিটাল অ্যাডভারটাইজিং প্রজেক্ট ক্যাটাগরিতে সোনা জিতেছে প্রথম আলো ডিজিটালের বিশেষ উদ্যোগ ‘বিকাশ ঈদ আয়োজন’। গত ঈদুল ফিতরে মোবাইলে

আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশের সঙ্গে যৌথভাবে এ আয়োজন করে প্রথম আলো। ঘরে বসে নিজের স্বপ্নের আবাস খোঁজা নিয়ে প্রথম আলো একই ক্যাটাগরিতে রৌপ্য পায়। বেস্ট অডিয়েন্স এনগেজমেন্ট ক্যাটাগরিতে আরেকটি রৌপ্যপদক পায় পদ্মা সেতুর উদ্বোধন ঘিরে প্রথম আলো অনলাইনে প্রকাশিত লেখা, ভিডিও, ছবি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত কনটেন্ট নিয়ে একটি বিশেষ আয়োজন। প্রথম আলো ছাপা পত্রিকার মতো হুবহু খবর পড়া যায় eprothomalo.com -এ। এটি বাংলাদেশের প্রথম অনলাইন সংবাদসেবা, যেখানে টাকা দিয়ে নিবন্ধন করে সংবাদ পড়তে হয়। ‘বেস্ট ই-পেপার কনসেপ্ট’ ও ‘বেস্ট ডিজিটাল সাবস্ক্রিপশন ইনিশিয়েটিভ’ ক্যাটাগরিতে ব্রোঞ্জ পেয়েছে প্রথম আলো ই-পেপারের উদ্ভাবনী উদ্যোগ।

প্রথম আলোসহ দক্ষিণ এশিয়া অঞ্চলে ১৩টি ক্যাটাগরিতে সোনা বিজয়ীরা আগামী জুনে তাইওয়ানে অনুষ্ঠেয় ওয়ার্ল্ড ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতার জন্য বিবেচিত হবে।
ডিজিটাল মিডিয়া ইন্ডিয়া সম্মেলনের প্রথম দিনে বৃহস্পতিবার একটি বিশেষ সেশনে প্রথম আলো ডিজিটালের অভিনব ব্যবসায়িক উদ্যোগগুলো তুলে ধরেন জাবেদ সুলতান। ‘দ্য সিক্রেট সস বিহাইন্ড ম্যাক্সিমাইজিং ডিজিটাল রেভিনিউ’ শীর্ষক এই সেমিনারে ডিজিটাল ব্যবসায় প্রথম আলোর বিস্তৃতি ও উদ্ভাবন বেশ প্রশংসিত হয়।

প্রথম দিনের আলোচনায় বিভিন্ন সেশনে বক্তব্য দেন ওয়ান-ইফরার বৈশ্বিক প্রেসিডেন্ট ফারনান্দো দো ইয়ারজা লোপেজ-মাদ্রাদো, প্রধান পরিচালন কর্মকর্তা থমাস জ্যাকব, ওয়ান–ইফরা সাউথ এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক মাগদুম মোহাম্মদ, যুক্তরাজ্যের ইনোভেশন মিডিয়া কনসালটিং গ্রুপের জ্যেষ্ঠ পরামর্শক লুসিও মেসকুইটা, দ্য হিন্দুর প্রধান নির্বাহী কর্মকর্তা এল ভি নাভানিত প্রমুখ।
সম্মেলনের দ্বিতীয় দিন আজ শুক্রবার দক্ষিণ এশিয়ার শীর্ষ সংবাদমাধ্যমগুলোর প্রতিনিধিরা প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করবেন।

আরো পড়ুন : আইনজীবী সমিতির নির্বাচনে পুলিশের মারধরের কথা তুলে ধরা হলো সর্বোচ্চ আদালতে

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *