আপাতত ডিএমপি নিজস্ব ব্যবস্থাপনায় মেট্রোরেলের নিরাপত্তা দেবে

জাতীয় প্রচ্ছদ ভ্রমণ হ্যালোআড্ডা

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) খন্দকার গোলাম ফারুক বলেছেন, মেট্রোরেল খুবই গুরুত্বপূর্ণ স্থাপনা। এটির সার্বিক নিরাপত্তায় আলাদা একটি বিশেষায়িত ইউনিট (এমআরটি) গঠনের জন্য ডিএমপির পক্ষ থেকে প্রস্তাব পাঠানো হয়েছে। প্রস্তাব অনুমোদনের অপেক্ষায় আছে। এর আগ পর্যন্ত আপাতত ডিএমপি নিজস্ব ব্যবস্থাপনায় মেট্রোরেলের নিরাপত্তা দেবে।

সার্বিক নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন শেষে উত্তরা ১৫ নম্বর সেক্টরের দিয়াবাড়ী মেট্রোরেল মেইন ডিপোতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ঢাকায় যানজট এড়িয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় চলাচলে নতুন দিগন্তের উন্মোচন হচ্ছে। আগামীকাল (আজ বুধবার) প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহুল প্রতীক্ষিত মেট্রোরেল (এমআরটি-৬) উদ্বোধন করবেন। পাশাপাশি এখানে একটি জনসভায় অংশ নেবেন তিনি। এজন্য এই এলাকায় সার্বিক নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরো পড়ুন : করোনার নতুন ধরন বিএফ-৭ সংক্রমণ বেড়ে যাওয়ায় সব বন্দরে করোনা টেস্টের নির্দেশনা

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *