আবারো কুমিল্লায় চুরির অভিযোগে উল্টো ঝুলিয়ে নির্যাতন, ভিডিও ভাইরাল

ক্রাইম নিউজ জনদুর্ভোগ পুরুষ পুরুষ অধিকার প্রচ্ছদ হ্যালোআড্ডা

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লায় ১২ দিনের ব্যবধানে ফের চুরির অভিযোগে মো. রাসেল নামের এক যুবককে গাছে উল্টো করে ঝুলিয়ে মারধর ও নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাতে ভাইরাল হওয়া এ ঘটনায় ব্যাপক তোলপাড় শুরু হয়।

ইউপি সদস্য শাহ আলমের বিরুদ্ধে দুই হাত ও দুই পা রশি দিয়ে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে।

জেলার মেঘনা উপজেলার বড়কান্দা ইউনিয়নের বড়কান্দা গ্রামে বৃহস্পতিবার সকালে নির্যাতনের এই ঘটনা ঘটে। এ সময় ওই ইউপি সদস্যকে বাবা ডেকে চিৎকার করেও রেহাই পায়নি ওই যুবক। নির্যাতনের শিকার রাসেল মেঘনা উপজেলার পার্শ্ববর্তী হোমনা উপজেলার বাবরকান্দি গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে।

জানা গেছে, মেঘনা উপজেলার বড়কান্দা গ্রামের মনির হোসেন মৃধার বাড়িতে বৃহস্পতিবার সকালে টিউবওয়েলের মাথা চুরির সন্দেহে রাসেলকে আটক করা হয়। খবর পেয়ে বড়কান্দা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য শাহ আলম ঘটনাস্থলে যান। এ সময় এলাকার আরও কয়েকজন ইউপি সদস্যের উপস্থিতিতে রাসেলকে রশি দিয়ে হাত-পা বেঁধে একটি গাছে উলটা করে ঝুলিয়ে পেটানো হয়। পেটানোর একটি ভিডিও ভাইরাল হয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, ইউপি সদস্য শাহ আলম লাঠি দিয়ে তাকে বেধড়ক পেটাচ্ছেন। এ সময় ওই যুবক বারবার তাকে ছেড়ে দিতে অনুরোধ করে এবং তার সন্তান ও বাবা-মার দোহাই দিয়ে ওই ইউপি সদস্যকে বাপ (বাবা) ডাকে। তারপরও যুবককে পেটাতে থাকেন তিনি। এদিকে ভাইরাল হওয়া ভিডিও দেখে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত যায় এবং যুবককে উদ্ধার করে থানায় নিয়ে আসে। অভিযুক্ত ইউপি সদস্য শাহ আলমের মোবাইল ফোনে একাধিকবার ফোন দিলেও তার মোবাইল বন্ধ থাকায় বক্তব্য জানা যায়নি।

বড়কান্দা ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন রিপন জানান, গত কয়েকদিন যাবত বড়কান্দা গ্রামে টিউবওয়েল চুরি হচ্ছিল বলে শুনেছি। তবে যুবককে আটক করে গাছের সঙ্গে উল্টো করে ঝুলিয়ে পেটানোর ঘটনা ঠিক হয়নি। আইন নিজের হাতে তুলে নেওয়ার সুযোগ নেই। ইউপি সদস্য এটা অন্যায় কাজ করেছেন। তিনি তাকে পুলিশে দিতে পারতেন।

রাত পৌনে ৯টায় কুমিল্লার পুলিশ সুপার আবদুল মান্নান জানান, ওই যুবককে উদ্ধার করে চিকিৎসার জন্য মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে চুরির অভিযোগ ও ইউপি সদস্য কর্তৃক পেটানোর ঘটনার প্রাথমিক সত্যতা মিলেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ইউপি সদস্য শাহ আলমকে ধরতে পুলিশের অভিযান চলছে।

উল্লেখ্য, এর আগে গত ২৭ আগস্ট জেলার বরুড়া উপজেলার ভাউকসার ইউনিয়নের চোত্তাপুকুরিয়া এলাকায় চুরির অপবাদে আবদুল হান্নান নামের এক যুবককে রশি দিয়ে গাছের সঙ্গে বেঁধে উলটা করে ঝুলিয়ে নির্যাতনের ঘটনাও ভাইরাল হয়। ওই ঘটনায় থানায় মামলা হয়েছে। ওই ভিডিওতে দেখা গেছে, হান্নানকে গাছে ঝুলিয়ে প্রহার করছেন ইউপি সদস্য ও স্বেচ্ছাসেবক লীগ নেতা জহিরুল ইসলাম। এসময় হান্নান বাঁচাও বাঁচাও বলে চিৎকার করলেও তাকে রক্ষায় কেউ এগিয়ে আসেনি। এ ঘটনায় দায়ের করা মামলায় পুলিশ ইউপি সদস্য ও তার এক সহযোগীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে।

রাতে কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান জানান, ইউপি সদস্যদের এহেন আচরণ থেকে বিরত রাখার জন্য জেলার সকল ইউএনওকে অবহিত করার জন্য বলা হয়েছে। মেঘনা ও বরুড়ার ঘটনায় জড়িত ইউপি সদস্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন : আর মাত্র ১০টি ম্যাচ হারলেই আন্তর্জাতিক ক্রিকেটে হারের বিশ্ব রেকর্ড হবে মুশফিকের

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *