আর্জেন্টিনা–ফ্রান্স ফাইনালের বাঁশি বাজাবেন মার্চিনিয়াক

আন্তর্জাতিক খেলাধুলা প্রচ্ছদ বিনোদন

আর্জেন্টিনা-ফ্রান্স ফাইনালের রেফারির নাম ঘোষণা করেছে ফিফা। বৃহস্পতিবার এক বিবৃতিতে ফিফা জানিয়েছে আগামী রোববারের ফাইনালে ম্যাচ পরিচালনা করবেন পোল্যান্ডের সিমন মার্চিনিয়াক।

৪১ বছর বয়সী মার্চিনিয়াক এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা ও ফ্রান্স দুই দলেরই ম্যাচ পরিচালনা করেছেন। শেষ ষোলোতে আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ও গ্রুপ পর্বে ফ্রান্স-ডেনমার্ক ম্যাচে রেফারি ছিলেন এই পোলিশ। ফাইনালে মার্চিনিয়াকের সহকারী হিসেবে থাকবেন তাঁর স্বদেশি পাভেল সোকোলনিৎসকি ও তমাস লিস্তকিয়েভিচ।

২০১১ সালে ফিফা রেফারির তালিকায় নাম লেখানো মার্চিনিয়াক সে বছরই ইউরোপা লিগের ম্যাচ পরিচালনা করার সুযোগ পান। পরের বছর চ্যাম্পিয়নস লিগে অভিষেক হওয়া মার্চিনিয়াক ২০১৬ ইউরোতে তিনটি ম্যাচ পরিচালনা করেন।

এবারের ফাইনালের দুই সহকারীকে নিয়ে ২০১৮ রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনা-আইসল্যান্ড ও জার্মানি-সু্ইডেন ম্যাচ চালিয়েছিলেন ২১ বছর বয়সে প্রথম রেফারির দায়িত্ব পালন করা মার্চিনিয়াক। পোল্যান্ডের প্রথম রেফারি হিসেবে বিশ্বকাপ ফাইনাল পরিচালনার দায়িত্ব পেলেন একটা সময় শৌখিন ফুটবল খেলা মার্চিনিয়াক।

আরো পড়ুন : শোষণের দিক থেকে ব্রিটিশ ও পাকিস্তানের রেকর্ড ছাড়িয়ে গেছেন

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *