আসছে ব্যবসায়ী ও সরকার জিতার বাজেট

অর্থনীতি জাতীয় প্রচ্ছদ হ্যালোআড্ডা

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, আগামী অর্থবছরের বাজেটের মূল থিম হচ্ছে সবার জন্য সমান সুযোগ। ব্যবসায়ীরাও ঠকবে না আবার সরকারও জিতবে। সরকার সব ক্ষেত্রে বেশি নিল ব্যবসায়ীরা কিছু পেল না- এ অভিযোগ সরকার শুনতে চায় না।

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতীয় রাজস্ব বোর্ডের পরামর্শক কমিটির ৪২তম সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মোস্তফা কামাল মস্তফা কামাল বলেন, গত ১৩ বছরে রাজস্ব চার গুণ বেড়েছে। এতে ব্যবসায়ীদের অবদান রয়েছে। তবে ব্যবসায়ীদের এটাও মনে রাখতে হবে আগামীতেও কর পরিশোধ করতে হবে। তা না হলে পদ্মা সেতুর মতো বড় প্রকল্প কীভাবে বাস্তবায়ন হবে অথবা মেগা প্রকল্প সরকার কীভাবে শেষ করবে।

তিনি বলেন, সরকার পরোক্ষ কর থেকে সরে এসে প্রত্যক্ষ করের দিকে এগোচ্ছে।

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *