২০২২ সালে প্রায় ১৪ হাজার নতুন পেশাদার সেনা নিয়োগ দিয়েছে পোল্যান্ড। দেশটির প্রতিরক্ষামন্ত্রী মারিউস ব্লাসজ্যাক এই তথ্য জানিয়েছেন।
২০০৮ সালে পোল্যান্ডে বাধ্যতামূলক সেনাবাহিনীতে সেবাদান আইন বিলুপ্ত করা হয়। দেশটির প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, ওই ঘটনার পর এক বছরে এটা রেকর্ড সেনা নিয়োগ।
আল জাজিরার খবরে বলা হয়েছে, পোল্যান্ডের সেনাবাহিনীতে মোট ১ লাখ ৬৪ হাজার নারী-পুরুষ সেনা হিসেবে নিয়োজিত রয়েছে। এর মধ্যে ৩৬ হাজার দেশের নিরাপত্তায় স্বেচ্ছাসেবী বাহিনী হিসেবে নিয়োজিত।
রাশিয়া গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আক্রমণ করে। এই ঘটনার পর মস্কোর প্রতিবেশী পোল্যান্ড প্রতিরক্ষায় বিনিয়োগ বাড়িয়েছে। ওয়ারশ জানিয়েছে, সেনাবাহিনীর আকার বাড়িয়ে আড়াইলাখ করা হবে। দেশের নিরাপত্তায় নিয়োজিত ৩৬ হাজার সেনা বাড়িয়ে ৫০ হাজার করা হবে।
আরো পড়ুন : ইরান-তুরস্ক কাঁপল ৫.৬ মাত্রার ভূমিকম্পে