ইটিসি চালু হওয়ায় পদ্মা সেতুর টোল পরিশোধ আরও দ্রুত ও ডিজিটাল হয়েছে

অর্থনীতি ইতিহাস-ঐতিহ্য ওকে নিউজ স্পেশাল জাতীয় তথ্য-প্রযুক্তি প্রচ্ছদ বিনোদন ভ্রমণ লাইফ স্টাইল শিল্প-সাহিত্য সফলতার গল্প হ্যালোআড্ডা

দেশের টোল পরিশোধ প্রক্রিয়া আরও দ্রুত, স্বচ্ছ ও ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আওতাধীন পদ্মা সেতুতে আধুনিক প্রযুক্তিনির্ভর ক্যাশলেস, টোল কালেক্টরবিহীন ননস্টপ ইলেকট্রনিক টোল আদায় ব্যবস্থা (ইটিসি) চালু করা হয়েছে। বর্তমানে বিকাশ, ট্রাস্ট ব্যাংকের ট্যাপ অ্যাপ এবং মিডল্যান্ড ব্যাংকের অ্যাপ এর মাধ্যমে পদ্মা সেতুর টোল পরিশোধ করা যাচ্ছে। ব্যবহারকারীরা বিকাশ অ্যাপে গিয়ে “টোল” অপশনের অধীনে “মোটরযান নিবন্ধন করুন” এ প্রবেশ করে গাড়ির নম্বর এবং চেসিস নম্বরের শেষ চারটি সংখ্যা প্রদান করে নিবন্ধন সম্পন্ন করতে পারবেন। সফল নিবন্ধনের পর একটি ইকপাস আইডি (Ekpass ID) এসএমএসের মাধ্যমে প্রেরণ করা হবে।

এই ইকপাস আইডি ব্যবহার করে বিকাশ অ্যাপের “বিল পরিশোধ” অপশনের “ডি-টোল টপ-আপ” সেবার মাধ্যমে রিচার্জ করতে হবে। এরপর পদ্মা সেতুর মাওয়া টোল প্লাজার নিকটবর্তী নিবন্ধন বুথে বিআরটিএ অনুমোদিত আরএফআইডি ট্যাগ যাচাই করে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। একবার নিবন্ধন সম্পন্ন হলে যানবাহন ইটিসি লেন ব্যবহার করে ঘণ্টায় কমপক্ষে ৩০ কিলোমিটার গতিতে নির্বিঘ্নে সেতু পার হতে পারবে।

গত ১৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখে ট্রাস্ট ব্যাংকের ট্যাপ অ্যাপের মাধ্যমে পদ্মা সেতুর ইটিসি ব্যবস্থার লাইভ পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়। এরপর থেকে ধীরে ধীরে এই সেবার পরিসর বৃদ্ধি পাচ্ছে। ইতোমধ্যে ইটিসি ব্যবস্থার মাধ্যমে ১ হাজার ৮১৪টি যানবাহন পারাপার হয়েছে এবং ৩৪ লাখ ৯১ হাজার ৭০০ টাকা টোল আদায় সম্পন্ন হয়েছে।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এর বিশেষ নির্দেশনা ও দিকনির্দেশনায় পদ্মা সেতুতে এই ইটিসি ব্যবস্থা বাস্তবায়িত হয়েছে। এটি দেশের টোল ব্যবস্থাপনায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, যা সময়, জ্বালানি ও মানবসম্পদের অপচয় হ্রাসে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।

ভবিষ্যতে আরও বিভিন্ন আর্থিক অ্যাপ এই সেবার আওতায় যুক্ত হবে বলে আশা করা যাচ্ছে। এ লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এটুআই (a2i) কার্যক্রম পরিচালনা করছে এবং নতুন আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে সংযুক্তির কাজ অব্যাহত রয়েছে।

এই টোল কালেক্টরবিহীন ননস্টপ ইলেকট্রনিক টোল আদায় ব্যবস্থা চালুর মাধ্যমে পদ্মা সেতু ব্যবহারকারীরা এখন দ্রুত, নিরাপদ ও স্বচ্ছভাবে টোল পরিশোধ করতে পারবেন-যা বাংলাদেশের ডিজিটাল রূপান্তরের যাত্রায় এক যুগান্তকারী পদক্ষেপ।

আরো পড়ুন : শাহজালাল বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াত আমির

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *