চ্যানেল আইতে ঈদুল আযহায় নতুন ১৫টি নাটক প্রচারিত হবে। ৮ দিনব্যাপি প্রচারিত এসকল নাটকের মধ্যে রয়েছে ঈদুল আযহার আগের দিন রাত ৭.৫০ মিনিটে দেখানো হবে নাটক ‘দবির মিয়ার সুখ দুঃখ’। রচনা ও পরিচালনায় রেজানুর রহমান। অভিনয়ে শাহাদাৎ হোসেন, স্বাগতা, মোহাম্মদ বারি প্রমুখ।
ঈদুল আযহার দিন : নাটক ‘খোঁপা’। রচনা. মাসুম রেজা এবং পরিচালনায় সালাহউদ্দিন লাভলু। অভিনয়ে তানজিকা আমিন, সালাহউদ্দিন লাভলু, পারভেজ প্রমুখ। প্রচারিত হবে ঈদের দিন রাত ০৭:৩০ মিনিটে। নাটক ‘গল্পের নাম যা হয়না’। মুল গল্প. রাবেয়া খাতুন। পরিচালনায় আবু হায়াত মাহমুদ। অভিনয়ে আহসান হাবিব নাসিম, তানিয়া আহমেদ, মুমতাহিনা টয়া প্রমুখ। প্রচার হবে ঈদের দিন রাত ০৯:৩০ মিনিটে।
ঈদুল আযহার ২য় দিন : নাটক ‘চলতি পথে’। রচনা. স্বরূপ দে ও পরিচালনায় সঞ্জয় সমদ্দার। অভিনয়ে তওসিফ, তানজিন তিশা, ডন, আশরাফুল সোহাগ, ফরহাদ লিমন প্রমুখ। প্রচার হবে ঈদের ২য় দিন রাত ০৭:৩০ মিনিটে। নাটক ‘২৪ ঘন্টা’। রচনা. গোলাম সারওয়ার অনিক। তুহিন হোসেনের পরিচালনায় এতে অভিনয় করেছেন জোভান, সাফা কবির, শহিদুল আলম সাচ্চু প্রমুখ। প্রচার হবে ঈদের ২য় দিন রাত ০৯:৩০ মিনিটে।
ঈদুল আযহার ৩য় দিন : নাটক ‘ফুলের নামে নাম’। রচনা ও পরিচালনায় মিজানুর রহমান আরিয়ান। অভিনয়ে তওসিফ মাহবুব, সাদিয়া আয়মান প্রমুখ। প্রচার হবে ঈদের ৩য় দিন রাত ০৭:৩০ মিনিটে। নাটক ‘ভাই বড় বিপদে’। রচনা. গোলাম সরোয়ার অনিক ও পরিচালনায় বি ইউ শুভ। অভিনয়ে অপূর্ব, কেয়া পায়েল, সাবেরী আলম, স্বপ্না ইয়াসমীন প্রমুখ। দেখানো হবে ঈদের ৩য় দিন রাত ০৯:৩০ মিনিটে।
ঈদুল আযহার ৪র্থ দিন : নাটক ‘বন্ধু বলে কিছু নেই’। রচনা ও পরিচালনায় ফেরদৌস হাসান। অভিনয়ে সজল, জাকিয়া বারী মম, জিয়াউল হক কিসলু প্রমুখ। প্রচার, ঈদের ৪র্থ দিন রাত ০৭:৩০ মিনিটে। নাটক ‘আদর্শ বড় ভাই’। রচনা. সাইদুর রহমান রাসেল ও পরিচালনায় মেহেদী রনি। অভিনয়ে জাহিদ হাসান, মৌসুমী মৌ, তারিক স্বপন, মাইমুনা মম, তৌহিদা তাসনিন তিফা প্রমুখ। প্রচার, ঈদের ৪র্থ দিন রাত ০৯:৩০ মিনিটে।
ঈদুল আযহার ৫ম দিন : নাটক ‘পরিস্থিতি নিয়ন্ত্রনের বাইরে’। রচনা. মুরসালিন শুভ ও পরিচালনায় মেহেদী রনি। অভিনয়ে নিলয়, রুকাইয়া জাহান চমক প্রমুখ। দেখানো হবে ঈদের ৫ম দিন রাত ০৭:৩০ মিনিটে। নাটক ‘কব্জা’। রচনা. মঞ্জুর মরু, পরিচালনায় রাকেশ বসু। অভিনয়ে মোর্শারফ করিম, তানিয়া বৃষ্টি, শফিক খান দিলু, মুনিরা মিঠু প্রমুখ। প্রচার হবে ঈদের ৫ম দিন রাত ০৯:৩০ মিনিটে।
ঈদুল আযহার ৬ষ্ঠ দিন : নাটক ‘মাস্টারমাইন্ড’। গল্প. ইবনে হাসান খান ও পরিচালনায় নুর ইমরান মিঠু। অভিনয়ে শহীদুজ্জামান সেলিম, রোজি সিদ্দিকি, আসনা হাবিব ভাবনা প্রমুখ। প্রচার, ঈদের ৬ষ্ঠ দিন রাত ০৭:৩০ মিনিটে। নাটক ‘মায়ার হাতছানি’। রচনা. মিজানুর রহমান ও পরিচালনা এল আর সোহেল। অভিনয়ে আরশ খান, রুকাইয়া জাহান চমক, এস এন জনি, সাদিয়া আয়মান প্রমুখ। প্রচার, ঈদের ৬ষ্ঠ দিন রাত ০৯:৩০ মিনিটে।
ঈদুল আযহার ৭ম দিন : নাটক ‘কবির কবিতা’। রচনা. মেহেদী হাসান ও পরিচালনায় বি ইউ শুভ। অভিনয়ে তামিম মৃধা, শবনম ফারিয়া, ববি হাওলাদার, ওয়াহিদা মলিক জলি প্রমুখ। স¤প্রচারিত হবে ঈদের ৭ম দিন রাত ০৭:৩০ মিনিটে। নাটক ‘গোঁফ’। রচনা ও পরিচালনায় পলক হাসান বাপ্পী। অভিনয়ে ইমরান কৌশিক, সালহা খানম নাদিয়া, মনিরা মিঠু, সুমন পাটওয়ারী প্রমুখ। প্রচারিত হবে ঈদের ৭ম দিন রাত ০৯:৩০ মিনিটে।
আরো পড়ুন : টস হেরে টি-টোয়েন্টির ব্যাটিংয়ে নামতে হলো বাংলাদেশ