ঈদুল ফিতরে চ্যানেল আইতে যা দেখবেন

টেলিভিশন প্রচ্ছদ বিনোদন মুক্তমত সংগীত সিনেমা হ্যালোআড্ডা

শাইখ সিরাজের পরিচালনায় ফরিদুর রেজা সাগরের উপস্থাপনায়
‘এক মহামান্যের গৌরবগাথা’
কখনো সকল ক্ষমতার, কখনো শুধু রাষ্ট্রাচারের আনুষ্ঠানিক শীর্ষ কেন্দ্র বঙ্গভবন। যে জ্যোতির্ময়দের আলোয় উজ্জ্বল আমাদের জাতীয় ঐতিহ্যের বঙ্গভবন, তাঁদের একজন মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। আগামী ২৩ এপ্রিল রাষ্ট্রাচারের আনুষ্ঠানিকতায় রাষ্ট্রপতির দ্বিতীয় মেয়াদ অবসান হচ্ছে তাঁর। এক দশক ধরে বাংলাদেশ রাষ্ট্রের অভিভাবক হিসেবে বঙ্গভবনে রচিত হয়েছে রাষ্ট্রপতি আব্দুল হামিদের জীবনের সহস্র গল্প। বঙ্গভবন থেকে বিদায়লগ্নে ফরিদুর রেজা সাগরের সঙ্গে মহামান্য রাষ্ট্রপতির একান্ত সাক্ষাৎকারে উঠে এসেছে তাঁর প্রকাশিত-অপ্রকাশিত অনেক কথা, ভাটির মিঠামইন থেকে বঙ্গভবনে সমাসীন হওয়ার গল্প।
শাইখ সিরাজের পরিচালনায় ফরিদুর রেজা সাগরের উপস্থাপনায় ‘এক মহামান্যের গৌরবগাথা’ প্রচারিত হবে আগামী ২৩ এপ্রিল রাত ১১টা ২০ মিনিটে চ্যানেল আইতে।

ঈদুল ফিতরের ৮ দিনে তারকাবহুল নতুন ৭ চলচ্চিত্রের ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার, ১৫ নতুন নাটক, ১৩ টেলিফিল্ম, ‘কৃষকের আনন্দ’ ৮ পর্বের ধারাবাহিক ‘পাবনার ভাবনা’

মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ। ঈদ মানে আলো, ঈদ মানে আনন্দ, ঈদ মানে ঊৎসব। তাই অন্ধকার সরিয়ে আমাদের জীবনে আনন্দ নিয়ে আসে ঈদ। এ আনন্দেরও ভাগিদার চ্যানেল আই তার দর্শকদের সাথে হতে চায়। প্রতিবারের মতো এবারও ঈদুল ফিতরে চ্যানেল আই ৮ দিনব্যাপি সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা। এসকল অনুষ্ঠানমালায় থাকছে শীর্ষ নির্মাতা ও শিল্পীদের অভিনয়ে ৭ নতুন চলচ্চিত্র, ১৩ নতুন টেলিফিল্ম, ১৫ নতুন নাটক, শাইখ সিরাজের ‘কৃষকের ঈদ আনন্দ’, পূরবী ঈদ আনন্দ, ফরিদুর রেজা সাগরের ৮ পর্বের ধারাবাহিক ‘পাবনার ভাবনা’ ইত্যাদি অনুষ্ঠান। ইমপ্রেস টেলিফিল্মের এ চলচ্চিত্রগুলো প্রচার হবে ঈদের দিন থেকে ঈদের ৭ম দিন পর্যন্ত প্রতিদিন সকাল ১০.১৫ মিনিটে।

এছাড়াও ঈদের দ্বিতীয় দিন থেকে প্রতিদিন সকাল ৮.৪০ মিনিটে প্রচার হবে জিল্লুর রহমানের উপস্থাপনা ও পরিাচলনায় তৃতীয় মাত্রা, একক সঙ্গীতানুষ্ঠান, প্রতিদিন সকালে গান দিয়ে শুরু, তারকাকথনের ঈদ স্পেশাল পর্বসহ আরো নানান রঙের অনুষ্ঠান।

ঈদুল ফিতরে চ্যানেল আইতে নতুন ৭ চলচ্চিত্র
প্রতিবারের মতো এবারও ঈদুল ফিতরে চ্যানেল আই ৮ দিনব্যাপি সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা। এসকল অনুষ্ঠানমালায় থাকছে শীর্ষ নির্মাতা ও শিল্পীদের অভিনয়ে ৭ নতুন চলচ্চিত্র। ইমপ্রেস টেলিফিল্মের এ চলচ্চিত্রগুলো প্রচার হবে ঈদের দিন থেকে ঈদের ৭ম দিন পর্যন্ত প্রতিদিন সকাল ১০.১৫ মিনিটে। এ ধারাবাহিকতায়
ঈদের দিন : ঈদের দিন থাকছে চলচ্চিত্র ‘পায়ের ছাপ’। পরিচালনা করেছেন সাইফুল ইসলাম মান্নু। অভিনয়ে মেঘলা মুক্তা, দীপান্বিতা মার্টিন প্রমুখ। চ্যানেল আইতে ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে ঈদের দিন সকাল ১০.১৫ মিনিটে।

ঈদের ২য় দিন : চলচ্চিত্র ‘বীরকন্যা প্রীতিলতা’। এ ছবিতে আরো অভিনয় করেছেন নুশরাত ইমরোজ তিশা, মনোজ প্রামানিক, ইন্দ্রানী ঘটক, কামরুজ্জামান তপু, শুভ্রা বিশ্বাস প্রমুখ। পরিচালনা করেছেন প্রদীপ ঘোষ। চ্যানেল আইতে ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে ঈদের দ্বিতীয় দিন সকাল ১০.১৫ মিনিটে।

ঈদের ৩য় দিন : ৩য় দিন চলচ্চিত্র ‘মেঘ রোদ্দুর খেলা’। আওয়াল রেজা নির্মিত এ ছবিতে অভিনয় করেছেন নাজনীন চুমকী, প্রাণ রায়, মিলি বাশার, মাজনুন মিজান, টইটই হেলালি, অর্নিমা তাবাসসুম, রাফিদ স্মরণ, কিংবদন্তি চৌধুরী, নাফিস জাবীর, আনোয়ারুল রাজিত, জহুরাতুল তায়েবা, মাহমুদা মাহা প্রমুখ। চ্যানেল আইতে ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে ঈদের তৃতীয় দিন সকাল ১০.১৫ মিনিটে।

ঈদের ৪র্থ দিন : চলচ্চিত্র ‘কুড়া পক্ষীর শুন্যে উড়া’। ছবিটি পরিচালনা করেছেন মোহাম্মদ আব্দুল কাইউম। অভিনয়ে আবুল কালাম আজাদ, জয়িতা মহলানবিশ, উজ্জল কবির হিমু, সামিয়া আক্তার বৃষ্টি, সুমি ইসলাম, বাদল শহীদ, মাহমুদ আলম প্রমুখ। চ্যানেল আইতে ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে ঈদের চতুর্থ দিন সকাল ১০.১৫ মিনিটে।

ঈদের ৫ম দিন : চলচ্চিত্র ‘বসন্ত বিকেল’। পরিচালনা করেছেন রফিক শিকদার। অভিনয়ে তানভীর তনু, শিপন মিত্র, শাহ হুমায়রা সুবাহ, ওমর সানী, শাহনুর, সুচরিতা, অমিতাভ রেজা চৌধুরী, আমান রেজা, তানহা তাসনিয়া প্রমুখ। চ্যানেল আইতে ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে ঈদের পঞ্চম দিন সকাল ১০.১৫ মিনিটে।

ঈদের ৬ষ্ঠ দিন : চল”ি”ত্র ‘ মায়া দ্যা লষ্ট মাদার’। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন মাসুদ পথিক। অভিনয়ে মুমতাজ সরকার, জ্যোতিকা জ্যোতি, প্রাণ রায়, দেবাশীষ কায়সার প্রমুখ। চ্যানেল আইতে ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে ঈদের ষষ্ঠ দিন সকাল ১০.১৫ মিনিটে।

ঈদের ৭ম দিন : চলচ্চিত্র ‘ভাইয়ারে’ পরিচালনা করেছেন রকিবুল আলম রকিব। অভিনয়ে শবনম পারভীন, পীরজাদা শহীদুল হারুন, মাহমুদুল ইসলাম মিঠু, রাসেল মিয়া, এলিনা শাম্মী, সাখাওয়াত সাগর, জারা প্রমুখ। চ্যানেল আইতে ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে ঈদের সপ্তম দিন সকাল ১০.১৫ মিনিটে।

সেরা রচয়িতা, নির্মাতা, শিল্পীদের অভিনয়ে নতুন ১৩ টেলিফিল্ম
শীর্ষ নির্মাতা ও শিল্পীদের অভিনয়ে নতুন ১৫টি টেলিফিল্ম ঈদের দিন থেকে ঈদের ৭ম দিন পর্যন্ত প্রচার করবে চ্যানেল আই। এ ধারাবাহিকতায় থাকছে ঈদের দিন প্রচার হবে টেলিফিল্ম ‘সাহারা মরুভ‚মি’। রচনা ও পরিচালনা করেছেন নঈম ইমতিয়াজ নেয়ামুল। অভিনয়ে সাবিলা নুর, মিশা সওদাগর, শফিক খান দিলু প্রমুখ। প্রচার হবে দুপুর ২.৩০ মিনিটে। টেলিফিল্ম ‘উপেক্ষিত’। রচনা. মামনুর রশিদ তানিম এবং পরিচালনা করেছেন আলোক হাসান। অভিনয়ে শাওন, সাফা কবির, আনন্দ খালেদ, শিখা মৌ প্রমুখ। প্রচার হবে বিকেল ৪.৩০ মিনিটে।

ঈদের ২য় দিন : টেলিফিল্ম ‘আপসহীনা’। রচনায় মেজবাহউদ্দিন সুমন ও পরিচালনায় অনন্য ইমন। অভিনয়ে সাবিলা নুর, ইমন, ফখরুল বাশার, মাহমুদুল ইসলাম মিঠু প্রমুখ। প্রচার হবে দুপুর ০২:৩০ মিনিটে।

ঈদের ৩য় দিন : টেলিফিল্ম ‘দস্যু বনহুর’। রচনা ও পরিচালনা করেছেন ইমরাউল রাফাত। অভিনয়ে তওসিফ মাহবুব, তারিক আনাম খান, শহীদুল্লাহ সবুজ প্রমুখ। প্রচার হবে দুপুর ০২:৩০ মিনিটে। টেলিফিল্ম ‘উই আর সিক’। গল্প. মোর্শারফ করিম এবং পরিচালনায় সোহেল হাসান। অভিনয়ে মোর্শারফ করিম, প্রভা, উজ্জল, জুঁই করিম প্রমুখ। প্রচার হবে বিকাল ০৪:৩০ মিনিটে।

ঈদের ৪র্থ দিন : টেলিফিল্ম ‘মহাকালের ঠিক মাঝখানে’। আফজাল হোসেন, আফসানা মিমি অভনীত এটি রচনা করেছেন ফারিয়া হোসেন এবং পরিচালনা করেছেন আরিফ খান। এতে আরো অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, নাবিলা ইসলাম প্রমুখ। প্রচার হবে দুপুর ০২:৩০ মিনিটে। টেলিফিল্ম ‘ভাই এখন হিসাব করে চলে’ রচনা আহসান আলমগীর এবং পরিচালনা করেছেন রবিউল শিকদার। অভিনয়ে জাহিদ হাসান, ভাবনা, শিল্পী সরকার অপু প্রমুখ। এটি দেখানো হবে বিকাল ০৪:৩০ মিনিটে।

ঈদের ৫ম দিন : টেলিফিল্ম ‘একশো এক টাকা’। রচনা. নুরুল আলম আতিক এবং পরিচালনা করেছেন মাতিয়া বানু শুকু। অভিনয়ে ইরফান সাজ্জাদ, সামিরা খান মাহি, শিল্পী সরকার অপু প্রমুখ। প্রচার হবে দুপুর ০২:৩৫ মিনিটে। টেলিফিল্ম ‘আজ আমাদের ছুটি’। রচনা ও পরিচালনা করেছেন রাজিবুল ইসলাম রাজিব। অভিনয়ে আহসান হাবিব নাসিম, রওনক হাসান, নাজনীন হাসান চুমকি, উর্মিলা শ্রাবন্তী কর, সাজু খাদেম, শামস সুমন, প্রান রায়, মাজনুন মিজান, জামিল, রাশেদ মামুন অপু প্রমুখ। প্রচার হবে বিকাল ০৪:৩০ মিনিটে।

ঈদের ৬ষ্ঠ দিন : টেলিফিল্ম ‘দই ফুচকা’। রচনা মারুফ হোসেন সজীব এবং পরিচালনায় এল আর সোহেল। অভিনয়ে খায়রুল বাশার, সাদিয়া আয়মান, মিলি বাশার প্রমুখ। প্রচার হবে বিকেল ২.৩০ মিনিটে। টেলিফিল্ম ‘ সম্পর্কের আবর্তে’। রচনা ও পরিচালনা রাহাত কবির। অভিনয়ে মনোজ প্রামানিক, রুকাইয়া জাহান চমক, কচি খন্দকার, আইরিন আফরোজ । প্রচার হবে দুপুর ০৪:৩০ মিনিটে।

ঈদের সপ্তম দিন : টেলিফিল্ম ‘লাভ গিফট’। রচনা রাজিব মনি দাস এবং পরিচালনায় সবুজ খান। অভিনয়ে শ্যামল মাওলা, রুকাইয়া জাহান চমক, কচি খন্দকার, আতিকা আফসানা প্রমুখ। প্রচার হবে বিকেল ২.৩০ মিনিটে। টেলিফিল্ম ‘এসো শ্যামল সুন্দর’। রচনা ও পরিচালনা করেছেন আবুল হায়াত। অভিনয়ে তৌকির আহমেদ, তারিন জাহান, ফাহিম হোসেন, আবুল হায়াত প্রমুখ। প্রচার হবে দুপুর ০৪:৩০ মিনিটে।

সেরা রচয়িতা, নির্মাতা, শিল্পীদের অভিনয়ে নতুন ১৫ নাটক
ঈদুল ফিতরে চ্যানেল আই-এর ৮ দিনব্যাপি বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালায় প্রচার হবে শীর্ষ নির্মাতা ও শিল্পীদের অভিনয়ে সম্পূর্ণ নতুন ১৫টি নাটক। নাটকগুলোর স¤প্রচার শুরু হবে ঈদের আগের দিন থেকে ঈদের সপ্তম দিন পর্যন্ত। এ ধারাবাহিকতায় ঈদুল ফিতরের আগের দিন রাত ৭.৫০ মিনিটে দেখানো হবে ফরিদুর রেজা সাগেরর গল্পে নির্মিত রেজানুর রহমানের নাটক ‘যে জন মনের ভাব জানে না’। এ নাটকে অভিনয় করেছেন চিত্র নায়ক রিয়াজ, সুমনা সোমা, মোহাম্মদ বারী প্রমুখ।

ঈদের দিন : নাটক ‘ঝগড়াপুরের পিরিতি’। রচনা মাসুম রেজা, পরিচালনায় সালাহউদ্দিন লাভলু। অভিনয়ে নিলয় আলমগীর, সারওয়াত আজাদ বৃষ্টি, মাসুম বাশার, চিত্রলেখা গুহ প্রমুখ। প্রচার হবে রাত ০৭:৪০ মিনিটে। রাবেয়া খাতুনের গল্প অবলম্বনে নাটক ‘ওলট পালট’। পরিচালনা করেছেন আবুল হায়াত। অভিনয়ে আবুল হায়াত, শিরিন আলম, রওনক হাসান, জাকিয়া বারি মম প্রমুখ। প্রচার হবে রাত ০৯:৩৫ মিনিটে।

ঈদের ২য় দিন : কমেডি নাটক ‘গোলমাল ভিলা’। মেজবাহউদ্দিন সুমনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন রুবেল হাসান। অভিনয়ে অপূর্ব, সাফা কবির প্রমুখ। প্রচার হবে রাত ০৭:৪০ মিনিটে। নাটক ‘দোষ কার নেই’। রচনা ও পরিচালনা করেছেন ফেরদৌস হাসান। প্রচার হবে রাত ০৯:৩৫ মিনিটে।

ঈদের ৩য় দিন : নাটক ‘একজন ভালো মানুষ‘। রচনা মেজবাহউদ্দিন সুমন এবং পরিচালনায় রুবেল হাসান। অভিনয়ে জোভান, সাফা কবির প্রমুখ। দেখানো হবে রাত ০৭:৪০ মিনিটে। নাটক ‘মাউসট্র্যাপ’। রাজিবুল ইসলাম রাজিব রচিত নাটকটি পরিচালনা করেছেন মেহেদি রনি। অভিনয়ে নিলয় আলমগীর, তানিয়া বৃষ্টি, শতাব্দী ওয়াদুদ সহ আরো অনেকে । প্রচার হবে রাত ০৯:৩৫ মিনিটে।

ঈদের ৪র্থ দিন : নাটক ‘শব্দ প্রেম‘। রচনা ও পরিচালনা করেছেন ভিকি জাহেদ। অভিনয়ে তওসিফ মাহবুব, তাসনিয়া ফারিন, রোজি সিদ্দিকি প্রমুখ। প্রচার হবে রাত ০৭:৪৫ মিনিটে। নাটক ‘কদমবনে বৃষ্টি‘। রচনা নাসির খান ও পরিচালনায় মাশরিকুল আলম। অভিনয়ে অপূর্ব, সাবিলা নুর, মুনিরা মিঠু প্রমুখ। প্রচার হবে রাত ৯.৩৫ মিনিটে।

ঈদের ৫ম দিন : নাটক ‘সিস্টেম মানিক‘। রচনা ও পরিচালনা করেছেন আরিফুর জামান আরিফ। অভিনয়ে আমিন খান, আজমেরী হক বাঁধন প্রমুখ। প্রচার হবে রাত ০৭:৫০ মিনিটে। নাটক ‘মিস বার্বার’। রচনা ও পরিচালনায় এস আর মজুমদার। অভিনয়ে সাবিলা নুর, শাওন, শাহবাজ প্রমুখ। প্রচার হবে রাত ০৯:৩৫ মিনিটে।

ঈদের ৬ষ্ঠ দিন : ‘বুকের খাঁচায় আগুন‘। রচনা ও পরিচালনায় এস আর মজুমদার। অভিনয়ে নিলয় আলমগীর, তাসনোভা তিশা শাহেদ আলী সুজন, পাভেল, মোনালিসা দীপা প্রমুখ। প্রচার হবে রাত ০৭:৪০ মিনিটে। নাটক ‘অপয়া’। রচনা মারুফ রেহমান এবং পরিচালনায় হাসান রেজাউল। অভিনয়ে দিলারা জামান, তামিম মৃধা, সারিকা প্রমুখ। প্রচার হবে রাত ৯.৩৫ মিনিটে।

ঈদের ৭ম দিন : নাটক ‘প্রেমিক ম্যাও’। রচনা সুস্ময় সুমন এবং পরিচালনা করেছেন মেহেদি রনি। অভিনয়ে শামিম হাসান সরকার, অহনা প্রমুখ।
দেখানো হবে রাত ০৭:৪০ মিনিটে। নাটক ‘প্রেমরোগ নিরাময় কেন্দ্র’। রচনা রাজিবুল ইসলাম রাজিব এবং পরিচালনায় মারুফ মিঠু। অভিনয়ে মারজুক রাসেল, মীম মানতাশা, সারওয়াত আজাদ বৃষ্টি, চাষী আলম, মুনিরা মিঠু প্রমুখ। প্রচার হবে রাত ৯:৩৫ মিনিটে।

আরো পড়ুন : যে রাত হাজার মাসের চেয়েও উত্তম

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *