উখিয়া ও চকরিয়ায় পাহাড় ধসে মা-মেয়েসহ চারজনের মৃত্যু

জনদুর্ভোগ জাতীয় প্রচ্ছদ হ্যালোআড্ডা

কক্সবাজারের উখিয়া ও চকরিয়ায় পাহাড় ধসে মা-মেয়েসহ চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও চারজন। সোমবার বিকালে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে মা-মেয়ে ও চকরিয়ার বড়ইতলী এলাকায় দুইজনের মৃত্যু হয়। বিকাল ৫টার দিকে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৯ এ পাহাড় ধসে মাটি চাপা পড়ে মা-মেয়ের মৃত্যু হয়। এসময় আহত হয়েছেন আরও চারজন। নিহতরা হলেন- রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আনোয়ারের স্ত্রী জান্নাত আরা (৩০) ও মেয়ে মাহিয়া (১২)। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী বলেন, টানা বর্ষণের কারণে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। হতাহতদের উদ্ধারে কাজ করছে পুলিশ।

ওদিকে চকরিয়ার বড়ইতলী এলাকায় পাহাড় ধসে দুইজনের মৃত্যু হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।

আরো পড়ুন : সেবা পেতে ডেঙ্গু রোগীদের পদে পদে ভোগান্তি; এক সপ্তাহে ৭৬ জনের মৃত্যু

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *