গাইবান্ধা প্রতিনিধি: উপজেলা পরিষদে বাৎসরিক বাজেটের ৩ শতাংশ অর্থ নারী উন্নয়ন ফোরাম ও ২৫ শতাংশ অর্থ নির্বাচিত নারী সদস্যদের মাধ্যমে সঠিকভাবে বাস্তবায়রে দাবী করেছেন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের সংরক্ষিত আসনের ভাইস চেয়ারম্যান ও উপজেলা নারী উন্নয়ন ফোরামের সদস্যবৃন্দ।
আজ বুধবার গাইবান্ধা জেলা প্রশাসকের কাছে উপজেলার নারী ফোরামের সদস্যদের সাথে নিয়ে তিনি লিখিতভাবে দাবী জানিয়ে স্মারকলিপি প্রদান করেন উপজেলা পরিষদের সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান।
তিনি উল্লেখ করেন, সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বিভাগ কর্র্তৃক ২০২১ সালের সেপ্টম্বর মাসের ১২ তারিখে সংশোধিত পরিপত্রে উপজেলা গর্ভানেন্স প্রজেক্ট এর আওতায় নারী উন্নয়ন ফোরাম ও নারী উন্নয়নে নির্দিষ্ট বরাদ্দ থাকলেও বিগত বছরে এই খাতে কোন বরাদ্দ না রাখায় নারীরা নায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে এবং সরকারের নারী উন্নয়ন লক্ষ্যমাত্রা বাঁধাগ্রস্ত হচ্ছে।
ফারুক হোসেন
গাইবান্ধা