যশোরে এক ঘণ্টার ব্যবধানে ছুরিকাঘাতে দুজনকে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার রাত আটটা থেকে নয়টার মধ্যে যশোর সদর উপজেলার ঘুরুরিয়া ও নাথপাড়া গ্রামে পৃথক এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের শিকার দুজন হলেন যশোর সদর উপজেলার ঘুরুলিয়া গ্রামের আব্দুল লতিফের ছেলে মো. ইউনুস (২২) ও বারান্দিপাড়া নাথপাড়া গ্রামের বাচ্চু মোল্লার ছেলে মো. নাহিদ (১৭)।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাত পৌনে নয়টার দিকে ইউনুসের স্ত্রী সুরাইয়া বেগমের সঙ্গে তাঁর ছোট ভাই ইউসুফের পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া শুরু হয়। ঝগড়ার একপর্যায়ে ছোট ভাই ইউসুফ চাকু দিয়ে বড় ভাই ইউনুসকে আঘাত করে। আহত ইউনুসকে চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে জানতে চাইলে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসেন বলেন, ইউসুফ ভাবিকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করত। তারই জের ধরে গন্ডগোল হয়। এতে ক্ষিপ্ত হয়ে ছোট ভাই বড় ভাইকে হত্যা করে।
এদিকে রাত পৌনে আটটার দিকে কয়েকজনের সঙ্গে নাহিদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তারা নাহিদের গলার বাম পাশে ছুড়ি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসেন বলেন, ‘বন্ধুদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে নাহিদকে ছুরিকাঘাত করা হয়। এতে সে মারা যায়। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।’
আরো পড়ুন : বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি সমালোচনা করল অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল