এক মাস ধরে সাগরে নৌকা যাত্রা করে ইন্দোনেশিয়ায় পৌঁছেছে ৫৮ রোহিঙ্গা। যাদের অনেকেই ছিল ক্ষুধার্ত ও অসুস্থ। ইন্দোনেশিয়ার স্থানীয় প্রশাসন এই তথ্য জানিয়েছে।
বান্দা আচেহ প্রদেশের ইন্দ্রপত্র সমুদ্র সৈকতে পৌঁছানো ৫৮ রোহিঙ্গার সবাই পুরুষ। রবিবার সকালের দিকে তারা সেখানে পৌঁছায়।
স্থানীয় পুলিশ জানিয়েছে, তারা ভাঙা কাঠের নৌকায় করে সেখানে পৌঁছান এবং স্থানীয় গ্রামবাসীরা তাদের দেখতে পায়।
তাদের মধ্যে অন্তত তিনজনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। আর বাকিদেরও দেওয়া হচ্ছে নানা রকমের প্রয়োজনীয় চিকিৎসা।
জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের তথ্য অনুযায়ী, এ নিয়ে গত দুই মাসে তিনটি নৌকা আড়াই শতাধিক রোহিঙ্গা শরণার্থী নিয়ে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়ার উপকূলে গিয়ে পৌঁছাল। এর আগে গত ১৫ ও ১৬ নভেম্বর ২২৯ জন রোহিঙ্গা নিয়ে দুটি নৌকা দেশটির উপকূলে পৌঁছায়।
সূত্র: আল জাজিরা
আরো পড়ুন : ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আড়াই ঘন্টার চেষ্টায় গাজীপুরে মার্কেটের আগুন নিয়ন্ত্রণে