স্টাফ রিপোর্টার : সরকার পতনের একদফা দাবিতে যুগপৎ ধারায় বৃহত্তর গণআন্দোলন জোরদার করতে রাজধানীর সব প্রবেশমুখে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে গণতন্ত্র মঞ্চ। গতকাল বিকাল ৪টায় গণতন্ত্র মঞ্চের উদ্যোগে মৎস্য ভবনের সামনে অবৈধ সরকারের পদত্যাগ, অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন, সংবিধান সংস্কার করে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার একদফা দাবিতে আয়োজিত এ সমাবেশে সভাপতির বক্তব্যে এ কর্মসূচি ঘোষণা করেন- গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। সরকার পতনের এক দফা দাবিতে যুগপৎ ধারায় বৃহত্তর গণআন্দোলন জোরদার করতে গণতন্ত্র মঞ্চের উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় নেতা, জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, ক্ষমতা হস্তান্তর করুন। না হলে পরিস্থিতি ভয়াবহ হবে। আর অন্যায়কে সহ্য করা হবে না। রক্ত দিয়েছি। রক্ত আরও দেবো। যতো লাগে রক্ত দেবো। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আর গায়েবি মামলা দেবেন না।
সমাবেশে আসা অপরাধ না।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশ্যে আ স ম আবদুর রব বলেন, এতোদিন আওয়ামী লীগ সরকারের অনেক অন্যায় আবদার রক্ষা করেছেন। আর রক্ষা করবেন না। আমাদের ট্যাক্সের টাকায় আপনাদের বেতন হয়। এটা স্মরণ রাখতে হবে। এখন থেকে হাত গুটিয়ে নিন। তিনি আওয়ামী লীগের উদ্দেশ্যে বলেন, পাল্টা সমাবেশ করেন। অন্যদিন করেন না কেন? মঞ্চের কেন্দ্রীয় নেতা, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, শেখ হাসিনার অনেক কিছুই বাতিল হবে। শেখ হাসিনা ভোট ডাকাতি করেছেন। আওয়ামী লীগ হিরো আলমকে এখন আন্তর্জাতিক হিরো বানিয়েছে। তিনি বলেন, সবদিন এক রকম যায় না। আগে বিরোধীরা সমাবেশ ডাকলেই লঞ্চ, বাস বন্ধ করে দিয়েছিল। এবার পারেনি।
তার মানে হলো, সব সময় চাইলে হয় না। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, দেশে গণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠা করতে চাই। সংবিধান সংস্কার করতে চাই। ঢাকা শহর এখন প্রতিবাদের নগরী। মানুষ জেগে উঠেছে। জনগণ অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। সমাবেশে আরও বক্তব্য রাখেন- মঞ্চের কেন্দ্রীয় নেতা ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক এডভোকেট হাসনাত কাইয়ুম, জেএসডি’র সাধারণ সম্পাদক শহিদ উদ্দিন মাহমুদ স্বপন, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহিদুল্লাহ কায়সার, গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নেতা আবুল হাসান রুবেল, ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজু, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা বহ্নিশিখা জামালী, রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় নেতা ফরিদুল হক প্রমুখ। এর আগে দফা এক দাবি এক শেখ হাসিনার পদত্যাগ স্লোগানে স্লোগানে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সংগঠনগুলোর নেতাকর্মীরা সমাবেশ স্থলে যোগ দেন।
আরো পড়ুন : ঢাকার প্রবেশদ্বারগুলোতে ব্যাপক তল্লাশি চালিয়েছিল পুলিশ