এক রুশ সেনা অর্থের বিনিময়ে ইউক্রেনীয় কর্তৃপক্ষকে ট্যাংক সরবরাহ করেছে বলে অভিযোগ উঠেছে।
মঙ্গলবার ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য দিয়েছেন। খবর ডেইলি সাবাহর।
ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ডেনিস মোনাস্টিরস্কির দাবি, ১০ হাজার মার্কিন ডলারের বিনিময়ে ইউক্রেনীয় সেনাবাহিনীকে একটি ট্যাংক সরবরাহ করেছে এক রুশ সেনা।
প্রতিবেদনে বলা হয়েছে, এদিকে ভিক্টর আন্দ্রুসিভ নামের এক রুশ সেনা দাবি করেছেন, মিশা (মিখাইল নামের সংক্ষিপ্ত রূপ) নামের এক রুশ সেনা এ ঘটনায় জড়িত। মিশা স্বেচ্ছায় ইউক্রেনীয় সেনাবাহিনীকে একটি ট্যাংক সরবরাহ করেছেন।
ভিক্টর আন্দ্রুসিভ এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যায় বলেন, মিশা কিছু দিন আগে ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এ ট্যাংক সরবরাহের বিষয়ে বলেন। পরে এ ঘটনা ইউক্রেনীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোয়েন্দা বিভাগের নজরে আসে। এমনকি ইউক্রেনীয় গোয়েন্দা বিভাগের প্রধানও এ বিষয়টি জানতেন। পরে ওই রুশ সেনা যখন ইউক্রেনীয় সেনাবাহিনীকে ট্যাংক দেওয়ার জন্য নির্দিষ্ট স্থানে পৌঁছেন, তখন তাকে গ্রেফতার করে ইউক্রেনের বিশেষ বাহিনী।