এভেরোজ স্কুল সম্মাননা দিল ১০৩ জন বীর মুক্তিযোদ্ধাকে

খেলাধুলা প্রচ্ছদ বিনোদন মুক্তিযুদ্ধ শিক্ষা

নিজস্ব প্রতিবেদক : মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখায় ১০৩ জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিয়েছে ইংরেজি মাধ্যমের এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল। শনিবার রাজধানীর ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে এক আয়োজনে এই সংবর্ধনা দেওয়া হয়। এ দিন শিক্ষাপ্রতিষ্ঠানটির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়।

এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। বক্তব্যে তিনি বলেন, বর্তমান প্রজন্মের অনেকেই মহান মুক্তিযুদ্ধের ইতিহাস জানে না। বিশেষ করে নতুন প্রজন্মের মধ্যে মহান মুক্তিযুদ্ধের চেতনাকে বাস্তবায়ন করতে হবে। মুক্তিযুদ্ধের গৌরব ও বাঙালি সত্তাকে তুলে ধরতে হবে।

আরও বলেন, দেশের সামষ্টিক উন্নয়নের জন্য শিক্ষার বিকল্প নেই। বর্তমান সরকারও বিষয়টি উপলব্ধি করে উন্নয়নের সিঁড়ি হিসেবে শিক্ষাকে বেছে নিয়েছে। কেবল অর্থনৈতিক উন্নয়ন হলে টেকসই উন্নয়ন হবে না, যদি সঙ্গে সঙ্গে শিক্ষাসহ অন্যান্য মানবসম্পদের উন্নয়ন না ঘটানো হয়। সরকার সেই অভীষ্ট লক্ষ্যে কাজ করে চলেছে অবিরাম।

পরে জাহাঙ্গীর কবির নানক সংবর্ধনা পাওয়া বীর মুক্তিযোদ্ধাদের হাতে ক্রেস্ট তুলে দেন।

এই আয়োজনে বক্তব্য দেন এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খান মোহাম্মদ আক্তারুজ্জামান। উপস্থিত ছিলেন তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ও অধ্যক্ষ আনিসুর রহমান সোহাগ, পরিচালক তানভীর রাহমানসহ পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কমিটির সদস্য, শিক্ষক–শিক্ষিকা, অভিভাবকেরা।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিদ্যালয়ের লালমাটিয়া ক্যাম্পাসের শিক্ষার্থীরা ২৮০টি খেলায় অংশগ্রহণ করে। পরে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়।

আরো পড়ুন : এবার মুখ খুললেন আত্মহত্যার চেষ্টা করা ছাত্রলীগ নেতার সহপাঠীরা

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *