টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে ভরাডুবির পর টাইগারদের সামনে এবার ওয়ানডে মিশন। গায়ানায় আজ প্রথম ম্যাচ দিয়ে শুরু হচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। তবে ভেজা আউটফিল্ডের কারণে নির্ধারিত সময়ে হয়নি টস। ১ ঘণ্টা ২০ মিনিট পর টস হয়েছে। টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠিয়েছে বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। খেলা হবে ৪১ ওভারের। একজন বোলার সর্বোচ্চ ৯ ওভার করতে পারবেন। বাকিরা ৮ ওভার করে।
শুরুতেই দারুণ সূচনা পেয়েছে টাইগাররা। নিজের প্রথম বলেই উইন্ডিজদের ইনিংসে হানা দিয়েছেন মুস্তাফিজুর রহমান। শূন্য রানে ফিরিয়ে দিয়েছেন শাই হোপকে। ঠিক পরের ওভারে নাসুম আহমেদ সামার ব্রুকসকে লেগ বিফোরের ফাঁদে ফেললেও রিভিউ নিয়ে বেঁচে গেছেন তিনি।
৮ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ২৬ রানে ব্যাট করছে ওয়েস্ট ইন্ডিজ। কাইল মেয়ার্স ৯ রানে ও শামার ব্রুকস ব্যাট করছেন ১৬ রানে।
সাকিবের অনুপস্থিতিতে গায়ানার প্রথম ওয়ানডেতে অভিষেক হয়েছে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদের। ওয়ানডে অভিষেকের আগে ২২টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন এ বাঁহাতি স্পিনার। নাসুমের আগে বাংলাদেশের হয়ে সর্বশেষ ওয়ানডে অভিষেক হয়েছিল ইয়াসির আলীর। সবমিলিয়ে ছয় ব্যাটার ও পাঁচ বোলার নিয়ে খেলছে বাংলাদেশ। এরমধ্যে তিনজন পেসার ও বাকি দুই জন স্পিনার।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, কাজী নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, মেহেদী হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও নাসুম আহমেদ।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: শাই হোপ, কাইল মায়ার্স, শামার ব্রুকস, ব্রেন্ডন কিং, নিকোলাস পুরান (অধিনায়ক), রোভম্যান পাওয়েল, আকিল হোসেন, রোমারিও শেফার্ড, গুড়াকেশ মোতি, অ্যান্ডারসন ফিলিপ, জেইডেন সিলস।
আরো পড়ুন : দক্ষিণ আফ্রিকার বার এবং সরাইখানায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ১৯