সিলেট ব্যুরো : সিলেট সিটি কর্পোরেশনের সদ্য সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর বাসার গেটের সামনে রহস্যজনক ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। তিন সদস্যের একটি টিম এ ঘটনা ঘটায়। তারা বিস্ফোরণের সময় মোবাইল ক্যামেরায় এ দৃশ্য ধারণ করে ক্যামেরা ট্রায়ালও দেয়!
তবে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফের দাবি, এটা সুপরিকল্পিত। কারো না কারো নির্দেশে এ ঘটনা ঘটানো হয়েছে। হেলমেট ছাড়াই তারা এ ঘটনা ঘটানোর সাহস করার মানেই হল তারা নিশ্চিত এজন্য কোনো জবাবদিহি করতে হবে না। গেট খোলা থাকলে হয়ত বাসার ভেতরেই হামলা চালাত তারা।
আরিফুল হক চৌধুরীর স্বজনরা জানান, রাত ৮টা ৯ মিনিটের সময় ৩ জনের একটি গ্রুপ হেঁটে বাসার ফটকের অদূরে সীমানা গেটের সামনে আসে। এরপর গেটের উপর দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায় এবং দ্রুত পালিয়ে যায়। এরপর তারা গেটের অদূরে আরেকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এ সময় আরিফুল হক চৌধুরী বাসায় অবস্থান করছিলেন। তবে ঘটনায় জড়িত কাউকে তারা কেউ চিনতে পারেননি।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ সহ অন্যান্য কর্মকর্তারা।
ঘটনার সিসিফুটেজ দেখে তিনি জানান, হামলাকারীরা তিনজন ছিল। এর মধ্যে একজনের হাতে মোবাইল ক্যামেরা ছিল। বাকি দুজন ককটেল বিস্ফোরণ ঘটানোর সময় একজন ক্যামেরাবন্দি করে। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।
আরো পড়ুন : আরো ৮ জনসহ ডেঙ্গুতেে মৃত্যু এক হাজার ৫৬২ জন