সিলেট মহানগর পুলিশের সাবেক অতিরিক্ত উপকমিশনার সাদেক কাউসার দস্তগীর গুলি করার কথা স্বীকার করেছেন। সাংবাদিক এটিএম তুরাব হত্যা মামলায় পাঁচ দিনের রিমান্ড শেষে মঙ্গলবার বিকেলে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। রিমান্ডে তিনি জানিয়েছেন, ছাত্র আন্দোলন চলাকালে তিনি এক কনস্টেবলের কাছ থেকে অস্ত্র নিয়ে ৪৫ ডিগ্রি কোণে গুলি ছোড়েন। তবে কাউকে হত্যার উদ্দেশে গুলি ছোড়েননি।
ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই নগরীর বন্দরবাজারে এটিএম তুরাব পুলিশের গুলিতে প্রাণ হারান। গত ১৯ আগস্ট সিলেটের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক আব্দুল মোমেনের আদালতে একটি হত্যা মামলা করেন নিহতের ভাই আবুল হাসান মো. আজরফ জাবুর। সেই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাদেক কাউসার দস্তগীরের নাম রয়েছে। এই দু’জন, পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতাকর্মীসহ ১৮ জনের নাম উল্লেখ এবং ২০০ থেকে ২৫০ অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করা হয়েছে। এ মামলায় ১৭ নভেম্বর কনস্টেবল উজ্জ্বলকে ঢাকা থেকে ও ১৮ ডিসেম্বর শেরপুর থেকে সাদেক কাউসার দস্তগীরকে গ্রেপ্তার করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সিলেটের পরিদর্শক মোহাম্মদ মুরসালিন জানান, রিমান্ডে ঘটনার দিনের ধারণ করা ভিডিও ফুটেজ সাদেক কাউসার দস্তগীরকে দেখানো হয়। এর পর তিনি গুলি ছোড়ার বিষয়টি স্বীকার করেন। তিনি দাবি করেন, পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে গুলি ছুড়েছেন।
আরো পড়ুন : দেশে এখনও নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারায় লিপ্ত পরাজিত শক্তির দোসররা