করোনায় ৩ জনসহ মৃত্যু ২৯,১৮৮জন; ১,৭৯০ জন শনাক্তসহ দেশে আক্রান্ত ১৯,৮৬,৪৯০ জন

জনদুর্ভোগ জাতীয় প্রচ্ছদ লাইফ স্টাইল স্বাস্থ্য কথা

করোনায় আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ১৭৯০

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ১ হাজার ৭৯০ জনের করোনা শনাক্ত হয়েছে এবং শানাক্তের হার ১৬.৫৪ শতাংশ। বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অধিদপ্তর জানায়, মারা যাওয়া ৩ জনের মধ্যে ১ জন পুরুষ এবং ২ জন নারী।

২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ১ হাজার ৩০৩ জন ঢাকা বিভাগের, ২৯ জন ময়মনসিংহ বিভাগের, ২১৪ জন চট্টগ্রাম বিভাগের, ৫২ জন রাজশাহী বিভাগের, ৩০ জন রংপুর বিভাগের, ৭৭ জন খুলনা বিভাগের, ৭২ জন বরিশাল বিভাগের, ১৩ জন সিলেট বিভাগের।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার ১০ হাজার ৮২২ টি নমুনা পরীক্ষা করে ১ হাজার ৭৯০ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। আগের দিন ১০ হাজার ২৩৩টি নমুনা পরীক্ষা করে ১ হাজার ৭২৮ জন রোগী শনাক্ত হয়েছিল।

নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে ১৯ লাখ ৮৬ হাজার ৪৯০ জন হয়েছে। তাদের মধ্যে ২৯ হাজার ১৮৮ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে।

গত ২৪ ঘণ্টায় ৬৭৮ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ১০ হাজার ৪৭৭ জন।

আরো পড়ুন : বিদ্যুৎ সাশ্রয়ে সারা দেশে আলোকসজ্জায় নিষেধাজ্ঞা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *