নেত্রকোনা প্রতিনিধি ঃ নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন কিশোর নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৪জন। শনিবার কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের সীমান্ত সড়কের বৌ- বাজার এলাকাসহ উপজেলার বিভিন্ন স্থানে এ সব দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন- উপজেলার লেংগুরা ইউনিয়নের গোয়াতলা গ্রামের শাহজাহানের ছেলে আবু বক্কার (১৭), একই গ্রামের মন্নাছ মিয়ার ছেলে মাসুদ মিয়া (১৭) ও খারনৈ ইউনিয়নে গোবিন্দপুর গ্রামের ঈমান আলীর ছেলে সুমন মিয়া (২৩)। আহতরা হলেন- জুলহাস মিয়া (২০), রায়হান মিয়া (১৮) অপর একজনের পরিচয় পাওয়া যায়নি।
এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবির হোসেন (৮), অন্তর (২০), সাগর (২৩), হৃদয় (২৬), কামরুল (২০), শাওন (১২), তামিম (৫), আরমানসহ (২০) এগারোজন ভর্তি হয়েছেন। তাদের মধ্যে উন্নত চিকিৎসার জন্য রায়হান, আবির, অন্তর ও তামিমকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ঈদের দিন ঘুরাঘুরি করতে লেংগুরা থেকে একটি মোটরসাইকেল করে দুই ব্যক্তি সীমান্ত এলাকায় যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। দুটি মোটরসাইকেলে থাকা ছয়জনের মধ্যে ঘটনাস্থলেই দুইজন মারা যান। এ সময় মোটরসাইকেলে থাকা অপর চারজন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেকে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক জয়ত্রী দেবনাথ সুমন মিয়াকে মৃত ঘোষণা করেন।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম পিপিএম বলেন, দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোর কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মোঃ খলিলুর রহমান
নেত্রকোনা
আরো পড়ুন : বরিশালে অবসরপ্রাপ্ত ফায়ার সার্ভিস কর্মীর বাড়িতে হামলা ও ভাংচুর করল সন্ত্রাসীরা